Last Updated on April 3, 2023 7:21 PM by Khabar365Din
নদীয়া :ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ির খালাসির। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের কন্দ খোলার ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় মৃত গাড়ির খালাসীর নাম নুরুল ইসলাম, বয়স ৩৭ বছর, বাড়ি মালদা জেলার কালিয়াচক হরিপোনা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে তাদের কাছে ফোন আসে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নুরুল ইসলামের। সূত্রে খবর, নদীয়ার রানাঘাট থেকে একটি ম্যাক্স গাড়িতে কলা লোড করে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে এই সড়ক দুর্ঘটনা। একটি বড় গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির খালাসী নুরুল ইসলামের। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যাই চালক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।