Last Updated on March 24, 2023 6:45 PM by Khabar365Din
৩৬৫ দিন|বৃহস্পতিবার সকালে নদীতে ভেসেল চলাচলের সময় একটি মৃত ডলফিন ভেসেলের পাকায় আটক কে গেলে বেশ কিছুক্ষণ ভেসেল চলা বন্ধ হয়ে যায়।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা মুড়িগঙ্গা নদীর কচুবেড়িয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের সময় কচুবেড়িয়া ভেসেলের পাখাতে আটকে যায় একটি মৃত ডলফিন।ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভেসলসের যাত্রীদের মধ্যে।

ভ্যাসেল কর্মীদের তৎপরতায় তারা জানতে পারে ভেসেলের পাখাতে কোন কিছু আটকে রয়েছে।তদন্ত করে দেখা যায় একটি বড় ডলফিন যা মৃত অবস্থায় আছে।সঙ্গে সঙ্গে তারা উদ্ধার কাজে নেমে ডলফিনটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। তবে ডলফিনটি কিভাবে মরল কোথায় মরেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বিভাগীয় দফতর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের বনকর্মীরা।তারা মৃত ডলফিন টা উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর জানান একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।