Suicide: বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মহিলার, জেলেদের তৎপরতায় উদ্ধার

0

Last Updated on April 17, 2023 7:31 PM by Khabar365Din

৩৬৫ দিন। সোমবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক মহিলা। জেলেদের তৎপরতায় অবশেষে উদ্ধার করা হয় তাঁকে। এদিন ওই মহিলা বালি ব্রিজ থেকে ঝাঁপ দিলে নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করেন জেলেরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে।

এদিন বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে আসার রাস্তার ফুটপাতে একটি লেডিস ব্যাগ ও মহিলার জুতো পড়ে থাকতে দেখা যায়। আর গঙ্গায় ভাসতে দেখা যায় এক মহিলাকে। সেই সময় গঙ্গায় নৌকো নিয়ে যাওয়া জেলেরা তাঁকে উদ্ধার করেন বলে জানা গেছে।