Last Updated on April 3, 2023 8:14 PM by Khabar365Din
৩৬৫ দিন। জনবহুল অঞ্চলে বিশেষতঃ বড় বড় বাজারে দ্রুত জমা হওয়া জঞ্জাল অপসারণ এই মুহুর্তে হাওড়া পৌর নিগমের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। পরিবেশ পরিচ্ছন্নতায় আগামী দিনে ১০টি ট্রিপার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পৌরনিগম। ৩.৩ ঘন মিটার জঞ্জাল বহন ক্ষমতাসম্পন্ন, পচনশীল ও অপচনশীল জঞ্জালের জন্য আলাদা আলাদা কামরায় তৈরী আধুনিক প্রযুক্তির এই গাড়িকে একপ্রকার চলমান ভ্যাটও বলা যায়। জানা গেছে, প্রয়োজন মোতাবেক জঞ্জালবাহী এই গাড়ি যেমন পৌরনিগমের কম্প্যাক্টরে পৌঁছে যাবে, তেমনই দরকার মতো বেলগাছিয়া ভাগাড়ে গিয়ে জঞ্জাল অপসারণে সক্ষম হবে এই চলমান ভ্যাট।

পুরনিগম সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি কাজে লাগাতে চায় তারা। এই প্রযুক্তি ব্যবহার করে সফল হলে বেশি পরিমানে ব্যবহৃত হবে এই প্রযুক্তি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুর বাজেটের দিন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছিলেন এবার কনজারভেন্সির জন্য ৪০ কোটি টাকা বাজেটে ধার্য করা হয়েছে। হাউস হোল্ড সেগ্রিগেশনের জন্য এবার বিশেষ জোর দেওয়া হবে। স্থায়ী ভ্যাট তুলে দেওয়ার লক্ষ্যে ছোট বড় মিলিয়ে ট্রিপার ট্রাক কেনা হবে। কিছু ট্রাক কিছু দিনের মধ্যেই আসবে। ১৫টি ছোট ট্রিপার ট্রাক কেনা হবে। বড় ১০টি ট্রিপার গাড়ি খুব তাড়তাড়ি চলে আসবে। অবশেষে তাই এবার বাস্তবায়ন হতে চলেছে।