Last Updated on March 18, 2023 8:27 PM by Khabar365Din
৩৬৫ দিন। শনিবার ভাঙড়ের কৃষ্নমাটি গ্রামের একটি ঝোপের ভিতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, এক কিশোর বেল ভেবে দুটি বোমা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। এলাকার কিছু মানুষ তা দেখে বুঝতে পারেন ওটা বেল নয় বোমা। তৎক্ষণাৎ কাশিপুর থানায় খবর দেওয়া হয়। কাশিপুর থানার পুলিশ গিয়ে তাজা বোমা দুটি উদ্ধার করে।কে বা কারা ওই বোমা দুটি রেখেছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।এবিষয়ে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি আইএসএফ কর্মীরা এলাকায় অশান্তির জন্য বোমা মজুত করছিল।
এ বিষয়ে এলাকার তৃণমূল নেতা মোফারেফ গাজি বলেন, “একটা বাচ্চা ছেলে ব্যাগে করে বেল নিয়ে আসছিল। কিন্তু, ওর সঙ্গেই ছিল দুটো বোমা। যদিও জানত না। এলাকারই কিছু লোক বোমা গুলো দেখে বুঝতে পেরে ওকে সতর্ক করে। তখন ও ব্যাগ ফেলে পালায়। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমাগুলি নিয়ে যায়। আগে সিপিএমের লোকেরা বোমা বাঁধত। এখন আইএসএফ করছে তাঁরা। আমার মনে হয় এটা তাঁদেরই কাজ।” অভিযোগ উড়িয়ে পাল্টা আইএসএফ কর্মীদের দাবি শাসক দলই বোমা মজুত করছিল অশান্তি করার জন্য।