Last Updated on May 7, 2023 9:35 PM by Khabar365Din
৩৬৫ দিন। থানা থেকে পগারপার চোরের গঙ্গায় ঝাঁপ। উদ্ধারের পর ফের ধৃত। পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে যায় ওই ‘চোর’। বালি থানার ঘটনা। এদিন সে থানা থেকে পালিয়ে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যাচ্ছে দেখতে পায় পুলিশ।
এই ঘটনায় কিছুটা কিংকর্তব্যবিমূঢ় পুলিশ এবং সাধারণ মানুষের গঙ্গার ঘাট থেকে চোর চোর চিৎকার শুনে ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের বিষয়টি নজরে পড়ে। ততক্ষণে একজন ‘চোর’কে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মারে। দীর্ঘ সাঁতারের ক্লান্ত ‘চোর’ ততক্ষণে বাঁচার জন্য আকড়ে ধরে নৌকা, অতঃপর তাকে নৌকায় তুলে বালির নিমতলা ঘাটে নিয়ে আসা হয়। এবং তখন পুলিশ তাকে আবার থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ কিছু বলতে না চাইলেও কি করে থানা থেকে একজন ধরা আসামী পালিয়ে যায় সে প্রশ্ন উঠেছে।