Last Updated on May 9, 2023 7:54 PM by Khabar365Din
৩৬৫ দিন। প্রায় এক মাস পরিশ্রম করে ৩৫ ফুট লম্বা, ৯ ফুট চওড়া এবং ৭/৮ ফুট উচ্চতার ঐতিহ্যবাহী “ছট” নৌকা তৈরী করছিলেন শ্যামপুরের নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল ও তার ৪ ছেলে অমল , মনিমোহন, দিলীপ ও দীপ মন্ডল। ঠিক ছিল নৌকাটি গুজরাটের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে। মাউজিয়ামে নিয়ে যাওয়ার আগে গত ১০ নভেম্বর পরীক্ষামূলকভাবে নৌকা জলে ভাসানো ও হয়েছিল। যদিও তারপর দীর্ঘ প্রায় ৬ মাস অতিক্রান্ত হতে চললেও সেই নৌকা এখনোও পর্যন্ত গুজরাটের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়নি। নদীর পাড়ে রোদ জলে একপ্রকার অবহেলায় পড়ে আছে ঐতিহ্যবাহী এই নৌকা।
ঘটনায় হতাশ নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল ও তার ছেলেরা। গুজরাটের মিউজিয়ামে না নিয়ে যাওয়া প্রসঙ্গে গবেষক স্বরুপ ভট্টাচার্য্য জানান আসলে মিউজিয়ামের পরিকাঠামো তৈরী না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি জানান আমি নিয়মিত নৌকাটি নিয়ে যাওয়ার জন্য ওদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি আপাতত নৌকাটিকে এখান থেকে অন্য কোন জায়গায় নিয়ে গিয়ে রাখা হোক। অন্যদিকে নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল জানান নৌকাটি এইভাবে পড়ে থাকতে দেখে অনেকে অনেক কথা বলছে। এইসব শুনে আর চোখের সামনে খোলা মাঠে নৌকা পড়ে থাকতে দেখে আমাদের ও খারাপ লাগছে। প্রসঙ্গত ইংল্যান্ডের সংস্থা ইএমকেপি ( এনডের্ঞ্জাড মেটেরিয়াল নলেজ প্রোজেক্ট) এবং ভারতের যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এই ছট নৌকা তৈরী করা হয়েছে। নৌকা তৈরীর কাজ দেখাশোনা করেছেন ব্রিটেনের এক্সাটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পি কুপার, হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত সিন্ধে, গবেষক স্বরুপ ভট্টাচার্য্য,ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান আলি শেখ।