বাড়ির মাটি খুরতেই উঠে এল তিনটি প্রাচীন পাথরের মূর্তি

0

Last Updated on March 14, 2023 7:24 PM by Khabar365Din

নদীয়া: নাদিয়ার নাকাশিপাড়া গাছা বেজপাড়া সরদার পাড়ায় মাটির তলা থেকে উদ্ধার তিন তিনটি পাথরের প্রাচীন মূর্তি। ঘটনাটি সমীর দাস নামে এক ব্যক্তির বাড়িতে। জানা যায় বাড়িতে কাপড় টাঙানোর খুটির মাটি খুরতে গিয়ে শাবলে আঘাত লাগে মূর্তিগুলোতে। তৎক্ষণাৎ সন্দেহ হয় তাদের, এবং মাটি খোঁড়াখড়ি শুরু হয়ে যায়। এরপর উঠে আসে তিনটি প্রাচীন পাথরের মূর্তি। সম্ভবত মূর্তি তিনটি মূল্যবান বলে ধারনা। এই ঘটনা পর থেকে এলাকার বহু দর্শনার্থী আসছেন এবং পুজোও দিয়ে যাচ্ছেন। তাদের ধারণা স্বয়ং ভগবান বাড়িতে হাজির হয়েছেন। এলাকাবাসী বক্তব্য এই মূর্তি গুলি প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here