Last Updated on February 3, 2022 10:14 PM by Khabar365Din

৩৬৫ দিন। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেইমতো আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় একদিনে ভোটগ্রহণ (Municipal Election) সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। সেইসঙ্গে আজ থেকেই সংশ্লিষ্ট পুরসভা এলাকাগুলিতে শুরু হয়ে গেল আদর্শ আচরণবিধি।আজ বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি হবে নির্বাচন। আজ থেকে শুরু হয়ে যাবে মনোনয়ন (Nomination) জমা দেওয়ার প্রক্রিয়া। তবে ভোটগণনার দিন এখনও জানানো হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এর পর ১০ ফেব্রুয়ারি সমস্ত মনোনয়ন খতিয়ে দেখা হবে। এর পর ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এর পর ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে। কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ নির্বাচনের কাজ শেষ হবে মার্চের শুরুতেই।
প্রসঙ্গত তার আগেই আগামী সপ্তাহের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বিধান নগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar), শিলিগুড়ি (Siliguri)এবং আসানসোল (Asansol) মিউনিসিপ্যালিটি (Municipality)এলাকায়। তবে হাওড়া (Howrah) মিউনিসিপ্যালিটি এবং নবগঠিত বালি (Bally) পুরসভার ভোট গ্রহণ কবে হবে তা জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কারণ রাজ্য বিধানসভায় হাওড়া মিউনিসিপাল থেকে বালি পৃথক পুরসভা করার সিদ্ধান্তের সীলমোহর পড়লেও এখনো পর্যন্ত ভাজপা (BJP) নেতাদের দাবি মেনে সেই পাশ হয়ে যাওয়া বিল সই করেননি রাজ্যপাল। উত্তর থেকে দক্ষিণ, পুরো রাজ্য জুড়েই ২৭ তারিখে নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হবে। বলতো কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্য পুলিশ (West Bengal Police) দিয়ে পুরভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ইতোমধ্যে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তরের দার্জিলিং (Darjeeling) পুরসভা থেকে শুরু করে মালদহের (Malda) ইংলিশবাজার পুরসভায় নির্বাচন রয়েছে। এ ছাড়া সবচেয়ে বেশি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২৭ ফেব্রুয়ারি এই ২৫ পুরসভাতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মধ্যে রয়েছে ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলের বিতর্কিত কাঁচড়াপাড়া (Kanchrapara), হালিশহর (Halisahar), ভাটপাড়া (Bhatpara) পুরসভার নির্বাচন। রয়েছে দমদম (DumDum) ও দক্ষিণ দমদম পুরসভার নির্বাচন। রয়েছে বনগাঁ (Bangaon) পুরসভাও। অন্যদিকে রাজ্যের বর্তমান কোভিড (Corona) পরিস্থিতিতে প্রচারের সময় বাড়তে পারে বলেও ইঙ্গিত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে বিকালে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রকাশ্য প্রচার সভায় জমায়েতের উর্দ্ধসীমা বাড়িয়ে ৫০০ জন করা হয়েছে।