রাজ্যে তৈরি হবে আরও
৬ নতুন মেডিক্যাল কলেজ

0

Last Updated on July 29, 2021 11:27 PM by Khabar365Din

৩৬৫ দিন। খুব শীঘ্রই রাজ্যে তৈরি হবে ৬ টি নতুন মেডিক্যাল কলেজ। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, জলপাইগুড়ি, রাজ্যের এই ৬ জেলায় তৈরি করা হবে মেডিক্যাল কলেজগুলি। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে নামকরণ। আরামবাগে মেডিক্যাল কলেজের নাম হবে প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, তমলুকের মেডিক্যাল কলেজের নাম, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, বারাসাতে বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, ঝাড়গ্রামে হাসপাতালের নাম ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, জলপাইগুড়িতে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। কেন্দ্রীয় সহায়তা রয়েছে এই মেডিক্যাল কলেজ তৈরিতে। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই কলেজ তৈরির কাজ। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজকে পরিণত করা হয়েছে করোনা হাসপাতালে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাড়ানো হয়েছে বেড সংখ্যা। রোগীদের কথা মাথায় রেখেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিশেষ করে, তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস মেনেই শিশুদের চিকিৎসার জন্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। বেড সংখ্যা বাড়ানো থেকে শুরু করে ডায়েট চার্ট পরিবর্তন সবক্ষেত্রেই কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here