এই আইপিও আপনাকে কোটিপতি করে দেবে। কি ভাবে?

0

Last Updated on April 30, 2022 1:10 AM by Khabar365Din

৩৬৫ দিন।বহু প্রতীক্ষিত এলআইসি আইপিও (LIC IPO) বাজারে আসতে চলেছে ৪ মে,২০২২ থেকে। খোলা থাকবে ৯ মে পর্যন্ত। প্রতি শেয়ার এর মূল্য ৯০২ টাকা থেকে শুরু করে ৯৪৯ টাকা হবে। প্রতিটি শেয়ার এর ফেস ভ্যালু হবে ১০ টাকা । এলআইসি পলিসি যাদের আছে তাদের জন্য ৬০ টাকা  ছাড় দেওয়া হবে। কর্মচারী ও পলিসি হোল্ডার নয় এমন ব্যক্তিরা কিনলে ৪৫ টাকা  ছাড় দেওয়া হবে। ডিম্যাট (Demat) একাউন্ট, পান কার্ড ও ব্যাঙ্ক একাউন্ট লাগবে সাবস্ক্রাইব (IPO Subscribe)  করতে।এই আইপিও র নূন্যতম বিড করতে হবে ১৫ টি শেয়ার বা তার গুণিতকে। কিনতে হবে। এই শেয়ার এর ফ্লোর ভ্যালু রাখা হয়েছে ৯০.২  গুন্ ও ক্যাপ প্রাইস ৯৪.৯ গুন্ রাখা হয়েছে প্রতি শেয়ার এর ফেস  ভ্যালুর ওপরে।এই ইকুইটি যথেষ্ট ভালো ফল করবে বলে এদিন এলাইসির এক আধিকারিক জানিয়েছেন তাদের ৪০ লক্ষ কোটি টাকার ফান্ড রয়েছে যা লিস্টেড শেয়ার এর ৪ % বেশি।

ফলে এই শেয়ার এর বাজার খারাপ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। এলাইসির আধিকারিক বলেন ২০২৫  এর পর থেকে ১০% সারপ্লাস লাভ এই শেয়ার হোল্ডার দের দেওয়া হবে। এখান তা ৭.৫ % দেওয়া হচ্ছে।এলাইসির এম ডি, এস মোহান্তি জানিয়েছেন ৬৫ বছরে এলআইসি ৬৪.৫% বাজার রেখেছে। এটি সারা বিশ্বে ১০ তম কোম্পানি প্রিমিয়ামের ভিত্তিতে ও ৮.৬৫ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। তিনি জানান খুব কোম্পানির আর্থিক স্বাস্থ্য ভালো বোঝা যায় কারণ ১৬ শতাংশ পার্টিসিপেটিং থেকে আসে।ডিজিটাল ইন্ডিয়ার পলিসি  রেখে এলাইসির ৪৭ শতাংশ প্রিমিয়াম নেওয়া হয় ও ভবিষ্যতে সেদিকেই জোর দেওয়া হবে। এখন পর্যন্ত এলাইসির মোট ব্যবসার ৫২ শতাংশ আসে শহর থেকে বাকি ৪৮ শতাংশ আসে গ্রামীণ আমানত থেকে। এই ব্যবসার বাংলা শীর্ষের দিকেই আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here