Last Updated on May 23, 2023 9:10 PM by Khabar365Din
৩৬৫ দিন।পর পর দুদিন কমল সোনার দাম।সোমবারের পর মঙ্গলবারও দাম রইল নিম্নমুখী।এদিন,১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩১০ টাকা।সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও।মঙ্গলে ১ কেজি রুপোর দাম কমল ৫০০ টাকা।এদিন সোনা ও রুপোর দাম ছিল-২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম)-৫,৬০০ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম)- ৪৪,৮০০ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম)-৫৬,০০০ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম)- ৫,৬০,০০০ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম)-৬,১১০ টাকা।
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম)৪৮,৮৮০ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম)৬১,১০০ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম)৬,১১,০০০ টাকা।১ কেজি রুপোর বাটের দাম- ৭৪,৫০০ টাকা।উল্লেখ্য,এই মাসে ওঠা-নামা করেছে সোনার পারা। মাসের শুরুর দিকে যেমন চড়চড়িয়ে দাম বেড়েছিল সোনার।সেরকম মাসের শেষে দাম কমেছে হলুদ ধাতুর। পাশাপাশি নিম্নমুখী রুপোর দরও।মঙ্গলবার বিশ্ব বাজারে অনেকটা হারে দাম কমেছে স্পট গোল্ডের।সোমবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৭৬.৩১ মার্কিন ডলার।আর এদিন তা কমে হয়েছে ১,৯৬১.৯৩ মার্কিন ডলার।