Last Updated on September 15, 2020 11:03 PM by Khabar365Din
৩৬৫ দিন। কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের জেরে গোটা দেশে গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কতজন কর্মহীন হয়েছেন তার কোনও তথ্যই রাখেনি কেন্দ্রীয় সরকার। সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে নিশ্চুপ থেকেছেন। কেন্দ্রীয় সরকারের চরম অমানবিকতার শেষ কবে হবে? মঙ্গলবার কেন্দ্রের শাসক দলের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে অভিষেক লিখেছেন, কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কতজন পরিযায়ী শ্রমিক কর্মহীন হয়েছেন, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদিজি ও তাঁর মন্ত্রীরা শুধু বড় বড় কথা বলছেন। এই অমানবিকতার শেষ কবে হবে? প্রসঙ্গত, দেশে লকডাউন জারি করার পর থেকে এখনও পর্যন্ত কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিনা এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সোমবার শ্রম মন্ত্রক জানিয়েছে, এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি কারণ এই সংক্রান্ত তথ্য জানা যায়নি। যেসকল শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন তাদের কাজের বিকল্প ব্যবস্থা করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তবে কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার গুলিকে অনুরোধ করে একপ্রকার রাজ্যের ঘাড়েই দায় চাপিয়েছে কেন্দ্রের শাসক দল। মঙ্গলবার এই ইস্যুতে ফের সংসদ উত্তাল করার প্রস্তুতি নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।