Last Updated on September 16, 2020 8:30 PM by Khabar365Din
৩৬৫ দিন। চলতি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শর্তসাপেক্ষে স্কুল খুলতে চাইছে কেন্দ্র। কিন্তু কোনভাবেই স্কুল খোলার পথে হাঁটতে চাইছেনা রাজ্য সরকার। গোটা দেশজুড়ে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে স্কুল খোলা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।মঙ্গলবার বেহালায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় স্কুল খোলার কথা ভাবাই যায় না। ফলে কেন্দ্র স্কুল খুলতে চাইলেও রাজ্য এখনই পড়ুয়াদের স্কুলে পাঠাতে নারাজ। প্রসঙ্গত আমেরিকাতেও স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে। বাধ্য হয়েই স্কুল-কলেজ বন্ধ করতে হয়। এদিকে, স্নাতকে ভর্তি নিয়ে শিক্ষা মন্ত্রী বলেন,’ কলেজে ভর্তি নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সরকার স্নাতক স্তরে সকলকে কলেজে ভর্তি করতে বদ্ধপরিকর। যে সকল ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যমিকে ৯৫ শতাংশের উপরে পেয়েছে তাদের আগে ভর্তি নিতে হবে। কোন একটি নির্দিষ্ট কলেজে আসন ভর্তি হয়ে গেলে অন্য কলেজে ভর্তি হতে হবে।এখন কলেজ বেড়েছে আসন সংখ্যা বেড়েছে। সরকারের তরফে দেওয়া সমস্ত পরিকাঠামো রয়েছে।’