পিটসবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীদের আবিষ্কার, মানবদেহেই করোনার অ্যান্টিবডি

0

Last Updated on September 17, 2020 7:33 PM by Khabar365Din

কোভিড ১৯ এর প্রতিষেধক আবিষ্কারে নয়া সাফল্য । সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি ও প্রোটিন মলিকিউল অনালিটিক ও রিসার্চ শাখার বিজ্ঞানীরা মানবদেহে এমন এক প্রোটিন অনুর সন্ধান পেয়েছেন, যা কোভিড ১৯ ভাইরাসকে ধ্বংস করতে পারে। বিশেষ এই প্রোটিন অনুর নাম এ বি ৮। মানবদেহের এন্টিবডি বা রোগ প্রতিরোধ শক্তির উৎস ইমিউনোগ্লোবিউল প্রোটিন অনুর সজ্জায়, প্রায় অগোচরে থাকা এই ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রোটিন অনু শুধু কোভিড ১৯ ভাইরাস নয়, সার্স এবং ইবোলার মতন ভাইরাসকেও খতম করতে পারে। একই অনু নিয়ে গবেষণায় সাফল্য পেয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালযের জীবাণু গবেষকরাও। এই এ বি ৮ প্রোটিনের এমনি পরমাণু সজ্জা, যে অনায়াসে তা ভাইরাসের মূল নিউক্লিয়াসকে নষ্ট করে দিতে পারে। ইতিমধ্যেই এই গবেষণার ফল মেডিক্যাল ও সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। এই প্রোটিন অনু দিয়ে কিভাবে ভ্যাকসিন তৈরি করা যায় তা নিয়ে অত্যন্ত গোপনে কাজ শুরু হয়ে গিয়েছে। মানব দেহের প্রোটিনকে কাজে লাগিয়ে কোভিড প্রতিষেধক তৈরি হলে তা অত্যন্ত সহজলভ্য এবং স্বল্প মূল্যের হবে বলে জানিয়েছেন, গবেষণার প্রধান রিচার্ড ল্যাকমিস। তিনি জানিযেছেন, বাইরের কোনও রাসায়নিক নয়, মানবদেহের মধ্যেই আছে সব অসুখের চিকিৎসার সূত্র। সেই ফর্মুলাতেই আমরা এগিয়েছিলাম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here