Last Updated on September 16, 2020 8:27 PM by Khabar365Din
৩৬৫ দিন। করোনায় মৃত্যু হলে এবার মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া যাবে। বুধবার এমনটাই রায় দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি বি রাধাকৃষ্ণননের ডিভিশন বেঞ্চ । হাইকোর্টের রায় জানিয়েছে, করোনায় মৃত্যু হলে মৃত দেহকে যথাযথভাবে স্যানিটাইজ করে পরিবার পরিজনের হাতে তুলে দিতে হবে। তবে ময়নাতদন্ত না হলেই পরিবারের সদস্যরা মৃতদেহ পাবেন। এছাড়াও হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, সরাসরি শশান ঘাটে কিংবা কবরস্থানে নিয়ে যেতে হবে। একই সঙ্গে অন্তেষ্টির সময় পরিবারের অতিরিক্ত সদস্যদের করাতে পারবেন না। এক্ষেত্রেও পরিবারের সদস্যদের যথাযথ সামাজিক দূরত্ব,ফেস মাস্ক,গ্লাভস ও পিপি ই পরে অন্ত্যেষ্টির কাজ করতে হবে যদিও। তবে সৎকার করলেও মৃতদেহ ছোঁয়া যাবে না। এদিকে,করোনা মৃতদেহের ক্ষেত্রে অস্থিভস্ম নিতে গেলে কোন টাকা দিতে লাগবেনা বলেই জানিয়েছেন মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি বলেন,
‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে, এখন থেকে শ্মশানে অস্থি ভস্ম চাইতে গেলে সাব রেজিস্টার এর কাছে আবেদন করতে হবে।কোন স্টাফ এর কাছ থেকে তা পাওয়া যাবেনা।এই অস্থি ভস্ম নিতে গেলে সাব রেজিস্ট্রারের কাছে ফোনে কথা বলে কিংবা মৌখিকভাবে তাকে জানাতে হবে। তার সঙ্গে লিখিত আবেদন দিতে হবে
আর এই অস্থি ভস্ম নিতে গেলে মৃতদেহের পরিবারকে একটি পয়সাও দিতে হবে না। তবে শুধু এটি করোনা মৃতদেহের ক্ষেত্রে প্রযোজ্য।আমরা অফিশিয়াল অর্ডার করে দিয়েছি।’পাশাপাশি অস্থি ভস্ম স্যানিটাইজার করে রাখা হবে। যা শ্মশান ঘাট থেকে নিতে হবে করোনা মৃতদেহের পরিবারকে।