১২০ ভ্যাকসিন গবেষণাগারে,কাজ চলছে আগামী ৫ মাসে ৬ ভ্যাকসিন আসছে

0

Last Updated on September 20, 2020 6:51 PM by Khabar365Din

সৌগত সরকার


অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা, কোভিশিল্ড, স্পুটনিক ৫, কোভ্যাকসিন, মডারনা ১২৭৩, নােভাভ্যাক্স, এ ডি ৫, উহান ভ্যাক, ব্যাসিলাস ক্যালমাটোগুইরেন , এন ভি এক্স সি ও ভি ২৩৭৩.. নামগুলাে ক্রমশ পরিচিত হয়ে উঠছে। ইজরাইলের প্রধানমন্ত্রী তাঁর টুইটে এক দারুন কথা বলেছেন। দিজ আর মাের পাওয়ারফুল দ্যান আওয়ার মােস্ট লেটেস্ট ব্যালেস্টিক মিসাইল। সত্যিই তাই। গােটা বিশ্ব তাকিয়ে আছে এদের দিকে। বিশ্বের সাত বিলিয়ন মানুষের জিয়ন কাঠি এগুলাে। কোভিড ১৯ এর রক্ষাকবচ। গােটা আধুনিক সভ্যতাকে বােকা বানিয়ে আট মাস আতঙ্কে রাখা কোরােনা ভ্যাকসিন এগুলাে। যেগুলাে এখন প্রস্তুত হচ্ছে অদেখা ভাইরাসের সঙ্গে যুদ্ধে নামার জন্য। রাশিয়া, আমেরিকা,ভারত, চীন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইজরায়েল, জাপান, কানাডা, চীন, জার্মান, ফ্রান্স, ফিনল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ২০৭৮ টি গবেষণাগারে অপেক্ষারত আরও ১২০ টি ভ্যাকসিন। ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের শেষ দফার ট্রায়াল সামান্য বিরতির পর জোর কদমে শুরু হয়েছে। এদেশে সিরাম ইনস্টিটিউট তাদের কোভিশিল্ড এর ট্রায়াল আবার সােমবার থেকে শুরু করছে পূর্নর্দমে। ওদিকে রাশিয়ায় সাধারণ মানুষের ওপরপুটনিকের পরীক্ষা চলছে। আমেরিকা | মডারনা ভ্যাকসিনের তৃতীয় দফায় ট্রায়ালের সবুজ সংকেতের অপেক্ষায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছে, আগামী সাত মাসের মধ্যেই হাফ ডজন ভ্যাকসিন বাজারে আসার ছাড়পত্র পাবে।পরবর্তী সাত মাসে আরাে ২৩ টি কোভিডকে ভয় পাওয়ার আর কোনও কারণ | নেই। কিন্তু সাবধানতা আমাদের সর্বক্ষণের সঙ্গী হিসেবে থাকুক। ভুলে গেলে চলবে না যে এই মাস্ক, সামাজিক দূরত্ব , স্যানিটাইজার ও সাবানই কিন্তু গত ছয় মাস পৃথিবীর সাড়ে ছশাে কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। বােঝাই যাচ্ছে কোভিড শূন্য পৃথিবীর অপেক্ষা আর মাত্র কয়েকটা মাস। প্রাথমিক পর্যায়ে হলেও সাফল্য এসেছে গবেষণায়। দেরিতে হলেও, অজানা আঘাতে প্রথমে বিচলিত হলেও, বিজ্ঞান লড়াই জারি রেখেছে। হার না মানা মানব সভ্যতা উত্তর খুঁজে পেয়েছে। অন্যদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে (এসআইআই) সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস | কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here