Last Updated on June 30, 2021 1:58 PM by Khabar365Din
৩৬৫ দিন। কোভ্যাকসিন নিয়ে দুর্নীতি। চুক্তি ভঙ্গের অভিযোগ খোদ মোদি বন্ধু ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসনারো। শুরু হয়েছে ভ্যাকসিন কেলেঙ্কারির তদন্ত। আগামী১০ দিনের মধ্যেই এই রহস্যের উদঘটন হতে পারেই বলেই জানাচ্ছে ব্রাজিল সরকার। এই ঘটনার সূত্রপাত কয়েকমাস আগে। ভারত বায়োটেকের সঙ্গে ২ কোটি কোভ্যাক্সিনের চুক্তি হয়েছিল বলসোনারোর। এই চুক্তিতেই নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের বিরুদ্ধেই। তাই ভারত বায়োটেকের সঙ্গে কোভ্যাকসিন নিয়ে ২৪০০ কোটির চুক্তি বাতিল করতে চলেছে ব্রাজিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ব্রাজিলের স্বাস্থ্যেমন্ত্রী জানিয়েছে, এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তবে চুক্তি আগে বাতিলের পথে হাঁটছি আমরা। দ্রুত কিছু জানাতে পারব। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,চুক্তি হওয়ার পর এখনও পর্যন্ত কোনও টিকা ব্রাজিলে পাঠানো হয়নি। সেই সঙ্গে টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে। এর সবকিছুর কেন্দ্রেই রয়েছে খোদ প্রেসিডেন্ট বলেই অভিযোগ। তবে এই চুক্তি অবিলম্বে বাতিলের পথে হাঁটছে ব্রাজিলের সরকার।