Last Updated on December 31, 2020 10:41 PM by Khabar365Din
৩৬৫ দিন। গোটা বছরটা করোনা আতঙ্কে কাটলেও শেষ দিনে কিছুটা হলেও আশার আলো। আগামী ২ জানুয়ারি থেকেই গোটা দেশে করোনা ভ্যাকসিন-এর গণটিকাকরণ কর্মসূচির ড্রাই রান শুরু হচ্ছে। অসম, গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব এই চার রাজ্যেই ভ্যাকসিনেশনের ড্রাই-রান সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। এবার সব রাজ্যেই শুরু হতে চলেছে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরদের ভ্যাকসিনের ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। কীভাবে ভিড় সামলে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্যাকসিন দেওয়ার কাজ করা যায় তার প্রশিক্ষণ আগেই দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এদিন ঠিক হয়েছে আগামী ২ জানুয়ারী থেকে সমস্ত রাজ্যে ভ্যাকসিনের ড্রাই-রান শুরু হতে চলেছে। চারটি পদক্ষেপে চলবে এই ড্রাই-রান। যা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে করোনা ভ্যাসিনের প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতেও ভ্যাকসিনের আপৎকালীন অনুমোদনের কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক। সিরাম ইনস্টিটিউট সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল। তার প্রেক্ষিতেই বুধবার বৈঠকে বসেছিলেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন কমিটি। সেখানেই ঠিক হয়েছে এ নিয়ে ফের ১ জানুয়ারি বৈঠকে বসবে কমিটি। পাশাপাশি প্রাথমিকভাবে ৩৫ কোটি ভ্যাকসিনের জন্য বিশেষ ধরনের সিরিঞ্জের বরাত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।