আগামী সপ্তাহেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে ব্রিটেনে

0

Last Updated on October 28, 2020 7:46 PM by Khabar365Din

৩৬৫ দিন সূত্র-দ্য গার্ডিয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র তালিকাভুক্ত চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের থাকা করােনা ভ্যাকসিনগুলির মধ্যে এখনাে পর্যন্ত সমস্ত বয়সে রােগীদের উপরে প্রয়ােগে সবথেকে বেশি সাফল্য পেল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। তারপরে ব্রিটেনের সরকারের পক্ষ থেকে ইউরােপে শুরু হওয়া করােনার দ্বিতীয় সংক্রমনের ঢেউ রুখতে জরুরী ভিত্তিতে আগামী সপ্তাহেই বাণিজ্যিকভাবে বাজারে আনার বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। শুধু ব্রিটেনেই নয় ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরির জন্য অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ সেরাম ইনস্টিটিউটেও জরুরী ভিত্তিতে বিপুল হারে ভ্যাকসিন উৎপাদন এর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। আজ পুনাওয়ালা বলেন, সারা পৃথিবী জুড়েই সমস্ত ধরনের মানুষের প্রথম জিজ্ঞাস্য ছিল কম বয়সীদের পাশাপাশি ষাটোর্ধ অথবা। সত্তরাের্ধ ব্যক্তিদের উপরে অক্সফোর্ড ভ্যাকসিন কতটা কার্যকর হবে। অ্যাস্ট্রোজেনেকার তরফে জানানাে হয়েছে, করােনার ফলে প্রবীণদের শরীরে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তা কমিয়েছে আমাদের তৈরি এই ভ্যাকসিন ক্যান্ডিডেট। অক্সফোর্ডের সঙ্গে মিলিতভাবে যে সম্ভাব্য টিকা তৈরি করেছে অ্যাস্ট্রোজেনেকা। অ্যাস্ট্রোজেনেকার মুখপাত্র বলেন, এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে প্রবীণ এবং তুলনায় কিছুটা কম বয়সি প্রাপ্তবয়স্কের শরীরে একইরকমের প্রতিক্রিয়া ধরা পড়েছে। যে ক্ষেত্রে কোভিড-১৯ রােগের প্রভাব বেশি, সেখানে বেশি প্রবীণদের শরীরে প্রতিক্রিয়াশীলতা কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here