একদিনে আক্রান্ত দেড় হাজারের বেশি

0

৩৬৫ দিন। রাজ্যে করোনা সংক্রমণ পেরোল দেড় হাজারের গণ্ডি। কমছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৪ জন। মৃত এক। সুস্থ ৪১৪ জন। সংক্রমণ হার, ১২.৮৯ শতাংশ। সুস্থতার হার কমে ৯৮.৬১ শতাংশ।

এর আগে গত বুধবার আক্রান্ত হন ১,৪২৪ জন। মৃত দুই। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৫৪ জন। মৃত শূন্য। পজেটিভিটি রেট, ৯.৯২ শতাংশ। ২৭ তারিখ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। অর্থাৎ, একদিনেই দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। তাই বলা যায়, দ্বিগুণ গতিতে বাড়ছে সংক্রমণ।

বিজ্ঞানীরা আগেই পূর্বাভাস দিয়ে জানিয়েছিলেন, জুনে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ। যেটা চলবে অক্টোবর পর্যন্ত। যদিও, কতটা প্রভাব ফেলবে কিংবা ক্ষতিকর হবে এই ঢেউ, সেটা নির্ভর করছে নতুন স্ট্রেন উপর।

তবে, কি নতুন এই স্ট্রেনই কারণ হতে পারে চতুর্থ ঢেউয়ের? তেমনই আশঙ্কা একাংশ গবেষকের।

যদিও, চতুর্থ ঢেউ নির্ভরশীল টিকা এবং বুস্টার ডোজের নেওয়ার উপরও। এই ঢেউ চার মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ঢেউয়ে আক্রান্তের সংখ্যা আগস্টের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ শিখর ছুঁতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here