করোনা পরীক্ষায় নয়া সিদ্ধান্ত, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০, হাসপাতালে ভর্তির সংখ্যা কম

0

Last Updated on June 20, 2022 6:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। অস্থির গ্রাফের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দফতর। নতুন করে তৈরি হচ্ছে করোনা পরীক্ষার নিয়ম নীতি। সম্প্রতি, করোনা সংক্রান্ত একটি বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিশেষজ্ঞ কমিটির পরামর্শে প্রাথমিক ঠিক হয়, জ্বর, সর্দির উপসর্গ থাকলে করাতে হবে করোনা পরীক্ষা।হাসপাতালে সর্দি, কাশি, জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা অবশ্যই। গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ এর নেমে গেলে করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে, রাজ্যে করোনা আক্রান্ত তিনশো ছুঁইছুঁই। তবে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই। কিন্তু, এখনও পর্যন্ত রাজ্যের হাসপাতালে রোগীর সংখ্যা যথেষ্ট কম। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও, সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৬ জন। এদের প্রায় বেশিরভাগই বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।গত দু সপ্তাহ ধরে রাজ্যে সংক্রমনের হার ২ শতাংশের বেশি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আক্রান্তের সংখ্যা বাড়া নিয়ে চিন্তার কারণ নেই। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সংক্রমণ কমাতে সবাইকে মাস্ক পড়তে হবে। মাঝে এক দুদিন কমলেও আবার বেড়ে গিয়েছে গ্রাফ। এক চিকিৎসক জানান, আগামী দু সপ্তাহের মধ্যেই ছবিটা পরিষ্কার হবে। সংক্রমণ বাড়ায় কিছুটা বাড়বে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা। কিন্তু একসঙ্গে অনেক বেড়ে গেলে, চিন্তার বিষয়।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। মৃতের সংখ্যা শূন্য। এর আগে অর্থাৎ, বৃহস্পতিবার সংখ্যাটা ছিল প্রায় একশো কম। একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই। সুস্থতার হার কমছে, ৯৮.৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠছেন ৬৩ শতাংশ। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা, ২০ লাখ ২১ হাজার ২৬৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here