কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ঘোষণা ২০২১ ‌‌জুলাই এর মধ্যে ২৫ কোটি ভারতীয় কে ভ্যাকসিন

0

Last Updated on October 4, 2020 10:07 PM by Khabar365Din

৩৬৫ দিন: নয়াদিল্লি। আগামী বছর জুলাই মাসের মধ্যেই দেশের অন্তত ২৫ কোটি মানুষকে করোনা প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আজ প্রতি রবিবার এর মতো তাঁর অনলাইন সানডে সংবাদ অনুষ্ঠানে করোনা মোকাবিলায় এবং এখনো পর্যন্ত ভারতের ১৩০ কোটি মানুষের জন্য কেন্দ্রীয় সরকার টিকাকরণ কর্মসূচি নিয়ে কোনো ভাবনা চিন্তা শুরু করেছেন কিনা তা নিয়ে প্রাথমিক পরিকল্পনার কথা জানান। সমস্ত ভারতীয় জনগণ ও টিকাকরণ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে আগামী বছর জুলাইয়ের মধ্যে অন্তত ২৫ কোটি ভারতবাসীকে করোনার টিকা দেওয়া সম্ভব হবে। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে অন্তত ২৫ কোটি ভারতবাসীকে করোনা টিকা দেওয়ার জন্য ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ভ্যাকসিন কেনার পরিকল্পনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই গ্রহণ করেছে বলে জানান হর্ষবর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন আজ সান্ডে সংবাদ অনুষ্ঠানে তিনি দেশবাসীকে করোনা টিকা নিয়ে আশার সংবাদ শোনাবেন। আজ শুরুতেই তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ভারতের পাশাপাশি গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত টিকার কাজ চলছে, প্রতিটি গবেষণাগারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তবে গোটা পৃথিবী জুড়ে সর্বজন স্বীকৃত এবং নিরাপদ করোনা টিকা হিসেবে যে ভ্যাকসিন স্বীকৃতি পাবে, তা দেশবাসীর মধ্যে কিভাবে প্রয়োগ করা হবে অথবা তারা অগ্রাধিকার পাবে তা নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথাও ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। হর্ষবর্ধন জানিয়ে দেন, কেন্দ্র একটি তালিকা তৈরি করছে। কারা কারা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাঁদের তালিকা দেবে রাজ্য। চলতি মাস অর্থাৎ অক্টোবরের মধ্যে দেশের প্রতিটি রাজ্যের কাছ থেকে তালিকা টিকা বিষয়ক কমিটির হাতে চলে আসবে। ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য প্রতিটি রাজ্যে কোল্ড চেনের বিষয়ে তথ্য দেবে রাজ্য।
এদিন তিনি বলেন রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ এর পাশাপাশি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভারতীয় সংস্করণ তৈরি হচ্ছে সেরাম ইনস্টিটিউটে। এছাড়াও আইসিএমআর এবং ভারত বায়োটেক করোনার প্রতিষেধক তৈরীর কাজে অনেকটা এগিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here