কোভিড ভ্যাকসিনের জন্য বিশ্ব ব্যাংকের অনুমোদন ১২ বিলিয়ন ডলার

0

Last Updated on October 15, 2020 2:31 PM by Khabar365Din

৩৬৫ দিন। উন্নয়নশীল দেশগুলো যাতে করোনার প্রতিষেধক ক্রয় করতে পারে, তার জন্য ১২ বিলিয়ন ডলার অনুমোদন করল বিশ্ব ব্যাংক। জানা যাচ্ছে এর জেরে সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় ১ বিলিয়ন মানুষ ভাইরাস সংক্রান্ত পরীক্ষা, চিকিৎসা এবং প্রতিষেধক পেয়ে উপকৃত হবেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ।

তাদের বক্তব্য, উননিয়নশীল দেশগুলোতে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে ১৬০ বিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছিল, তারই একটি অংশ ১২ বিলিয়ন ডলার। যেটা কেবলমাত্র প্রতিষেধক ক্রয় করা, সেটির প্রয়োগের খরচ, ভাইরাস আক্রান্তদের চিকিৎসা এবং পরীক্ষার কাজে ব্যবহৃত হবে।
বিশ্ব ব্যাংকের দাবি, ইতিমধ্যে এই কোভিড ১৯ এমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম ১১১টি দেশে কাজ করছে। ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, উন্নয়নশীল দেশগুলো প্রতিনিয়ত প্রতিষেধকের সুষ্ঠু এবং সময়বণ্টন নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সেই কারণে আমাদের এই উদ্যোগ।