Durga Puja Theme: বড়িশা সার্বজনীন দুর্গোৎসব, পথের গল্প শোনাবে বড়িশার মাইলস্টোন

0

Last Updated on October 15, 2023 6:31 PM by Khabar365Din

৩৬৫দিন। দূর দুরন্ত গন্তব্যের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথের সঙ্গী হয় রাস্তার চার পাশের দৃশ্যগুলি। আর সঙ্গী হয় রাস্তার ধারের পাথর। এই এক একটি পাথরের থাকে আলাদা আলাদা গল্প। যে গল্প প্রকাশ পায়না সাধারণ মানুষের কাছে। তাদের গল্প গুলোকে থিমের মাধ্যমে উপস্থাপন করতে বড়িশা সর্বজনীন দুর্গোৎসব -এর উদ্যোক্তারা এই বছর তাদের ৭৫তম বর্ষে বেছে নিয়েছে ‘মাইলস্টোন’ -কে। যার সম্পূর্ণ ভাবনায় রয়েছেন শিল্পী বিমল সামন্ত।
এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানুষ যে চেষ্টায় তার গন্তব্যের দিকে এগিয়ে চলে তার একমাত্র সাথী থাকে রাস্তার ধারে নুড়ি পাথর। সেগুলো শুধুই নুড়ি পাথর নয় তার মধ্যে লুকিয়ে আছে হাজারও গল্প। তাই এইবার তাদের মন্ডপ তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে নুড়ি পাথর ব্যবহার করে। প্রতিমা শিল্পী অলোক কুমার দে প্রতিমা মণ্ডপের ভেতরেই তৈরী করেছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। শিল্পী বিমল সামন্ত জানিয়েছেন, রাস্তার ধারে পড়ে থাকা পাথরগুলো শুধু পাথর নয় তারা নিত্য পথ যাত্রীদের ক্লান্ত চেহারায় লক্ষ্যের দিকে এগিয়ে চলা চেষ্টার সাক্ষী। তাই তাদেরকে গুরুত্ব দিতেই এবারের ভাবনা ‘মাইলস্টোন’।

এর আরও একটি দিক রয়েছে, যদি আমরা পাহাড়ের চূড়ায় থাকা কোন পাথরের টুকরোকে লক্ষ্য করি তাহলে দেখব পাথরটি পাহাড়ের চূড়ায় যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় চিরকাল থাকে না। পাহাড়ের চুড়ো থেকে যখন সে আস্তে আস্তে সমতলে নেমে আসে তখন তার এক বিশাল আকৃতিগত পরিবর্তন ঘটে, সাথে সাথে তার সঙ্গে জমা হয় শত শত স্মৃতির। মানুষের জীবনও তাই। জীবনে কোনো কিছুই একরকম ভাবে দীর্ঘস্থায়ী হয় না। সবার সাথে সাথে পরিবর্তন হয় তার পরিস্থিতির। সে সাক্ষী থাকে বহু স্মৃতির। তাই এইবারের ভাবনা মাইলস্টোনকে বাস্তবের সাথে মিলিয়ে বহু পাথরের সম্মিলিত রূপ দিয়ে থিমটি উপস্থাপনার চেষ্টা চালাচ্ছেন শিল্পী সহ তার সহকারী কর্মীরা। সম্পূর্ণ মণ্ডপ তৈরিতে তিনি ব্যবহার করছেন উত্তরবঙ্গের নদীর ধারে থাকা পাথরগুলির। গত বছর নভেম্বর মাস থেকেই ওই পাথরগুলি বিশেষভাবে সংগ্রহ করার চেষ্টা চালিয়েছিলেন শিল্পীর পাশাপাশি পূজো উদ্যোক্তারা। এছাড়া মন্ডপের কাজে ব্যবহার করা হচ্ছে লোহার সরঞ্জাম। আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় জোরকদমে মণ্ডপ প্রস্তুতির কাজ চালাচ্ছে মাইলস্টোনের শিল্পী সহ বড়িশা সর্বজনীন দুর্গোৎসব -এর পুজো উদ্যোক্তারা।