Last Updated on September 30, 2023 6:45 PM by Khabar365Din
৩৬৫ দিন। অটো চালকদের জীবনের ছবি এবার ফুটিয়ে তুলবে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটি। এই বছর ‘তিন চাকার গপ্পো’ থিমেই সেজে উঠবে হাজরা পার্ক দুর্গোৎসব। অটো আমাদের দৈনন্দিন জীবনের যাতায়াতের সাথি। যা একেবারে সস্তায় আরামদায়ক। তবে যাঁরা এই অটো চালায় তাদের জীবন সম্পর্কে কী আমরা ওয়াকিবহাল? যাত্রার শুরু থেকে গন্ত্যবে পৌঁছে দেওয়া যাদের গুরু দ্বায়িত্ব তাঁদের কথা কী কেউ জানতে চায়? তাঁদের অনেক নাম কেউ ডাকে ও কাকু, এই অটো, আবার কেউ ডাকে দাদা বলে। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে বৃষ্টির জল গায়ে মেখে শীতের হাওয়াকে উপেক্ষা করে শহরের অলিতে গলিতে পরিষেবা দেয় তারা। তাদের সেই নিরলস পরিশ্রম ও অজস্র স্বপ্নের সাথে পরিচয় করাবে হাজরা পার্ক দুর্গোৎসব। মহাসমারোহে চলছে প্যান্ডেল তৈরির কাজ। প্যান্ডেলের একাংশ মুড়ে ফেলা হয়েছে অটোর চাকাতে। সম্ভবত তৈরী করা হবে একটি অটোর কাঠামো। ৮১ বছরে পা দিল হাজরা পার্কের দুর্গোৎসব। হাজরা মোড়ের যতীন দাস পার্কের ভিতরেই হয় এই পুজো। থিমের সমগ্র ভাবনাতে রয়েছেন রাজু সরকার, প্রতিমা তৈরী করেছে শিল্পী দীপেন মন্ডল , আবহ সঙ্গীতে শাঁওলি মজুমদার, এবং আলোর ভাবনায় সাধন পাড়ুই।
শুক্রবার বিকালে দক্ষিণ কলকাতার এই অন্যতম বিখ্যাত পুজোর থিম প্রকাশ পেল। এইদিন থিম প্রকাশের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, হাজরা পার্ক দুর্গোৎসবের যুগ্ম সম্পাদক শায়ন দেব চ্যাটার্জি। এছাড়াও থিম প্রকাশের সময় উত্তরিয় ও দুর্গামূর্তি দিয়ে সম্মান জানানো হয়েছিল উপস্থিত ১০ জন অটোচালককে। থিমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দুর্গোপুজোর অনেক রকমের থিম আমরা দেখি তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোর থিম অনেকখানি আলাদা কারণ এই থিম খেটে খাওয়া মানুষের কথা বলে। যাঁরা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলেছেন সেই অটো চালকদের জীবন ও যাপন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। এবং শায়ন দেব চ্যাটার্জি বলেন, প্রতি বছরই কিছু নতুন করার চেষ্টায় থাকি আমরা। এই বছর আমাদের শিল্পী রাজু সরকার বলেন তিনি এমন একটা থিম করতে চান যা বাস্তবেকে তুলে ধরে। এই পুজো মন্ডপ শুধু শহরের অটোচালক নয় দেশের সব অটোচালকদের জীবনকে তুলে ধরবে। সাধারণ মানুষদের এই প্রতিদিনের সংগ্রাম জানতে অবশ্যই ইচ্ছুক হবে দর্শকরা।