Probashe Durga Puja : কানাডাতে মিনি ম্যাডক্স

0

৩৬৫ দিন। কানাডায় দত্তবাড়ির পুজোর এবছরের থিম হল, “পল্লিবাংলার থেকে মিল্টনের ম্যাডক্স”।কানাডার বুকে একটুকরো ম্যাডক্স স্কোয়ার। তবে এটি কোনও পাড়া বা ক্লাবের পুজো নয়। দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন কানাডার ওন্টারিও অঞ্চলের মিল্টন (Milton) এলাকার বাসিন্দা ঋত্বিক দত্ত ও তার প্রতিবেশীরা ।

- Advertisement -

সাত সমুদ্র পাড়ে থাকলেও অক্টোবর মাস এলেই যেন বাতাসে পুজোর গন্ধ পেতেন তিনি। মনে পড়ত পুজোর সময় রোশনাইয়ে ভরা বৌবাজারের সেই বাড়ির কথা।কলকাতার পুজোর নস্টালজিয়ায় ভর করে কানাডায় দত্তবাড়ির এই পুজোকে বলা হয়, “মিল্টনের ম্যাডক্স স্কোয়ার”।তবে দশমীতে দর্পণে মা কে বিদায় জানিয়ে আবার তুলে রাখা হয় প্রতিমা। পরের বছর আবার সেই মূর্তিই পুজো করা হয়।

বিদেশের বাজারে দুর্গাপুজোর সব সামগ্রী মেলা বেশ কষ্টসাধ্য হলেও নিয়মরক্ষার প্রায় সবকিছুই জোগাড় করে ফেলেন পুজোর কর্মকর্তারা। দেবীবরণ থেকে শুরু করে অষ্টমী পুজোর ১০৮ টা পদ্ম, ভোগের খিচুরি হোক বা সন্ধ্যি পুজো এমনকি কুমারী পুজোরও আয়জন করা হয় সম্পূর্ণ রীতি মেনে।

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here