Last Updated on July 11, 2023 6:22 PM by Khabar365Din
৩৬৫ দিন। এবার সরাসরি ভোটের প্রচারে নেমে পড়ল ভারতীয় রেল। রাতারাতি নতুন ব¨ে ভারতের রঙ হয়ে গেল গেরুয়া। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে মোদির প্রচারে কার্যত ভারতীয় রেলকে ব্যবহার করা শুরু হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে ভারতবর্ষের ইতিহাসে এমন ঘটনা ভারতীয় রেল ঘটায়নি। সব লজ্জা শরমের মাথা খেয়ে নির্লজ্জ ভাবে যেভাবে ভারতীয় রেল ভাজপার প্রচারে নেমে পড়ল তা ইতিহাসে বিরল। বিরোধীরা বলছেন, এমন নজির ভারতীয় রাজনীতির ইতিহাসে নেই। জাতীয় সম্পত্তিকেও ভোটের জন্য ব্যবহার লজ্জাজনক।
শনিবার ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারিতে গিয়ে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, নয়া রূপে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রং গেরুয়া। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের রং দুধ সাদা এবং ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। বস্তুত বন্দে ভারত ট্রেনের প্রথম ২৭টি কোচ তৈরি হয়েছে ওই রংয়েই। বর্তমানে মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সবকটিই নীল-সাদা। আরও দুটি রেক রিজার্ভ করে রাখা হয়েছে, সেগুলিও নীল-সাদা। তবে ২৮ নম্বর রেক থেকে রংবদল হচ্ছে সেমি হাই স্পিড এই ট্রেনের। নতুন রং হবে কমলা, সাদা ও গেরুয়া।
যদিও রেল সূত্রের খবর, এই রংবদল হচ্ছে পরীক্ষামূলকভাবে। নতুন এই রেক চালিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু নীল-সাদা ছেড়ে কেন গেরুয়া রং বাছা হল? রেলমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়েই সুপারফাস্ট ট্রেনের রংবদলের কথা ভাবা হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন, নতুন এই বন্দে ভারত রেকে ২৫টি নয়া ফিচার আসবে। যাত্রীদের কাছ থেকে যা যা অভিযোগ আসছে, সেগুলি খতিয়ে দেখে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে। এদিকে গতকালই ভাড়া নিয়ে যাত্রীদের সুখবর দিয়েছে রেল। একলাফে অনেকখানি কমতে চলেছে এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ ক্লাসযুক্ত ট্রেনের টিকিটের দাম। দূরপাল্লার এক্সপ্রেসের পাশাপাশি বন্দে ভারত এবং অনুভূতি ও ভিস্তাডোম কোচযুক্ত ট্রেনের টিকিটের মূল্যও ২৫ শতাংশ পর্যন্ত কমতে চলেছে বলে খবর।