আজ ২২ শ্রাবণ

0

Last Updated on August 7, 2021 3:54 PM by Khabar365Din

৩৬৫ দিন। বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক (ইউজিসি) ক্ষেত্র গুপ্ত লেখেন, ‘এত বড় মাপের স্রষ্টা যখন ৬৩ বছর বয়সে ছবি আঁকা শুরু করেন এবং জীবনের শেষ ১৬ বছরে ২৫০০ ছবি এঁকে ফেলেন তখন বুঝতে হবে শিল্পমাধ্যমের একটা অসম্পূর্ণ তাগিদ তার মধ্যে কাজ করছে। মূলত উজ্জ্বল, ‘আনন্দধারা বইছে ভুবনে’এর কবি শেষ ১০ বছর চিত্রশিল্পী হিসেবে ক্রমে ধূসর থেকে গাঢ় হতে হতে আলোহীন, বর্ণময় অবয়বো পরিণত হয়, তখন বুঝতে হবে অবশ্যই কবি যা কবিতায় প্রকাশ করতে পারেননি, তা চিত্রকলার মাধ্যমে দাপটে বললেন।’ প্রকাশিত হচ্ছে ক্ষেত্র গুপ্ত’র কয়েক খন্ডে ‘রবীন্দ্রনাথের সাহিত্যে’ যেখানে প্রাবন্ধিকের অভিনব অধ্যায় শিল্প বিচারে জীবনের শেষ ১০ বছরে রবীন্দ্রনাথের আঁকা ছবি। সাহিত্যের প্রেক্ষিতে শিল্পীর চিত্রকলার বিচার বাংলা সাহিত্যে এই প্রথম ৷ বস্তুত রবীন্দ্রনাথের চিত্রকলার বিষয়ে এখনও কোনও পূর্ণাঙ্গ আকাদেমিক গ্রন্থ প্রকাশিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here