Last Updated on August 8, 2023 2:18 PM by Khabar365Din
ডাস্টিন হফম্যান
(জন্ম ৮ আগস্ট ১৯৩৭)

ডাস্টিন হফম্যান
মার্কিন অভিনেতা ও পরিচালক। ১৯৬০ এর দশক থেকে তিনি সিনেমা, টেলিভিশন এবং মঞ্চে অভিনয় করে আসছেন। সিনেমায় অভিনয়ের জন্য তিনি দুবার সেরা অভিনেতার অস্কার জেতেন। ১৯৮০ সালে ক্রেমার ভার্সেস ক্রেমার এবং ১৯৮৯ সালে রেইন ম্যান ছবির জন্য। পাঁচবার জিতেছেন গোল্ডেন গ্লোব পুরস্কার। তিনি মঞ্চ নাটক এহ? তে অভিনয় করে ড্রামা ডেস্ক পুরস্কার পান। তিনি ১৯৬৭ সালে দ্য গ্র্যাজুয়েট ছবিতে প্ৰথম অভিনয় করেন এবং অস্কার নমিনেশন পান। তাঁর জীবনে উল্লেখ যোগ্য ছবির মধ্যে রয়েছে লিটল বিগ ম্যান, প্যাপিলিওন, ম্যারাথনম্যান, লেনি, অল দ্য প্রেসিডেন্টস মেন। তিন বছর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন এরপর। ফিরে আসেন ১৯৮২ তে টুটসি ছবির মাধ্যমে।
রজার ফেডেরার
(জন্ম ৮ আগস্ট ১৯৮১)

রজার ফেডেরার
সুইস পেশাদার টেনিস খেলোয়াড়। টেনিস ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়। এই তথ্য বিশ্বাস করেন পিট সাম্প্রস সহ অনেক কিংবদন্তি টেনিস খেলোয়াড় ।। ২০০৪ সাল থেকে শুরু করে ২০০৮ সালের শেষ পর্যন্ত তিনি টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন যা একটি রেকর্ড। ২০০৪, ২০০৬, ২০০৭ সালে তিনি একই সঙ্গে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে। এ পর্যন্ত ২০ টি গ্র্যান্ড স্ল্যাম তিনি জিতেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) এবং যুক্তরাষ্ট্র ওপন (২০০৪-২০০৮) জেতেন। তিনি ষষ্ঠ পুরুষ খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন। তাঁর খেলার ধরন সম্পর্কে প্রাক্তন টেনিস চ্যাম্পিয়ন জিমি কনর্স বলেছিলেন — হয় তুমি একজন হার্ড কোর্ট স্পেশালিস্ট, না হয় একজন ক্লে কোর্ট স্পেশালিস্ট না হয় তুমি গ্রাস কোর্ট স্পেশালিস্ট, অথবা তুমি রজার ফেডেরার, যিনি তিন ধরনের কোর্টেই বিশ্ব চ্যাম্পিয়ন।
লিলি চক্রবর্তী
(জন্ম ৮ আগস্ট ১৯৪১)

লিলি চক্রবর্তী
চলচ্চিত্র অভিনেত্রী। বাংলা ছাড়াও তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি অধিকাংশ ছবিতে পার্শ্বব চরিত্রে অভিনয় করেছেন। বেশ কয়েকটি ছবিতে অবশ্য তিনি প্রধান ভুমিকাতেও অভিনয় করেছেন। তিনি ১৯৭০ সালে মালয়লম ছবি প্রিয়া-র নায়িকা ছিলেন। ভোজপুরি, অসমিয়া ছবিতেও তিনি অভিনয় করেছেন। মঞ্চ এবং টেলিভিশন ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। অধুনা বাংলদেশের রাজধানী ঢাকায় তাঁর জন্ম। তাঁর প্রথম ছবি ১৯৫৮ সালে ভানু পেল লটারি। তিনি পার্শ্ব চরিত্রে। এর পরের ছবি দেয়া নেয়া। হিন্দিতে তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মৌসম, মুটটি ভর চাওল, আচানক, চুপকে চুপকে, আলাপ, এক দিন আচানক ইত্যাদি। বাংলায় তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অদ্বিতীয়া, ফুলেশ্বরী, জন অরণ্য, শাখা প্রশাখা, পোস্ত, রাজ কাহিনী, চোখের বালি, শূন্য থেকে শুরু ইত্যাদি।
দিলীপ সারদেশাই
(জন্ম ৮ আগস্ট ১৯৪০)

দিলীপ সারদেশাই
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। পর্তুগিজ ভারতের মারগাঁও এলাকায় জন্ম। ১৯৬১ থেকে ১৯৭২ এই সময়কালের মধ্যে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খে লেছিলেন। মূলত ছিলেন ডানহাতি ব্যাটার। মাঝে মধ্যে ডানহাতে বল করতেন । তাঁর পরিবার ১৯৫৭ সালে মুম্বই চলে আসে। সেখানে তিনি উইলসন কলেজে ভর্তি হন। এবং ক্রিকেটের সহজাত প্রতিভার কারণে কোচের নজরে পড়ে যান। ১৯৫৯-৬০ সালে বিশ্ববিদ্যালয় স্তরে খেলায় নজরে পড়েন। ১৯৬১-৬২ সালের ইংল্যাড সফরে তিনি ভারতীয় দলে ডাক পান। এটিই তাঁর আন্তর্জাতিক অভিষেক। ১৯৭২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন। তিনি তাঁর কেরিয়ারে খেলেছেন ৩০ টি টেস্ট। মোট রান করেন ২০০১ ।