Today in History: আর্তেমিসের মন্দিরে আগুন লাগালো হেরস্টাটাস

0

Last Updated on July 22, 2023 7:51 PM by Khabar365Din

৩৬৫ দিন। খ্রিস্টপূর্ব ৩৫৬-তে আজকের দিনে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম টেম্পল অফ আর্টিমাসে অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেয় বিকৃতমস্তিষ্কের লুম্পেন, দাঙ্গাবাজ হেরস্ট্রাটাস। বিশেষ কোনও আক্রোশ নয়, নিজের নাম অক্ষয় করে রাখ তার জন্যই তার এই কুকীর্তি। ৫৫০ খিস্টপূর্বাব্দে কোরেসাস রাজবংশের রাজা লিডিয়া এই অনবদ্য মন্দিরটির নির্মাণ করেছিলেন দেবী আর্টিমাসের আরাধনায়। মন্দিরের স্থাপত্যশৈলী তাকে বিশ্বের সাত বিস্ময়কর স্থাপত্যের মর্যাদা এনে দেয়।

নির্মাণের পর দুবার আক্রান্ত হয়েছিল এই মন্দির। কিন্তু কোনবারই ধ্বংস করা যায়নি। শেষ পর্যন্ত উন্মাদ, মেগালোম্যানিয়া আক্রান্ত হেরস্ট্রাটাস মন্দিরের কাঠের গম্বুজে অগ্নিসংযোগ করে এই অনবদ্য স্থাপত্য ধ্বংস করে দেয়। পশ্চিম তুরস্কে আজও এই মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। যা দেখলে মন্দিরের স্থাপত্যের অভিনবত্বের আঁচ মেলে।