১৩১ বছর আগে
আজকের দিনে আত্মঘাতী ভ্যান গঘ

0

Last Updated on July 27, 2021 9:02 PM by Khabar365Din

৩৬৫ দিন। ২৭ জুলাই ১৮৯০, বাড়ির পিছনের বহু পরিচিত গমের খেতে এসে দাঁড়ালেন ভ্যান গগ। প্রিয় পাইপে তামাক ভরে আগুন ধরালেন। তারপর ধীরে সুস্থে কোটের পকেট থেকে লেফুচকক্স ৭ এম এম পিনফায়ার রিভলভার বের করে নিজের বুকের বাঁ দিকে ঠেকিয়ে ট্রিগার চাপলেন। গুলিটা ওঁর পাঁজর ফুটো করে ঢুকে গেলেও মেরুদণ্ডে আটকে রইল।প্রবল রক্তপাত সত্ত্বেও শিল্পী উবেউর রোবক্স হাসপাতালে নিজেই পৌঁছেছিলেন। এর পর মাত্র ৩০ ঘন্টা, আধুনিক চিত্রশিল্পের অন্যতম সেরা জিনিয়াস শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ প্রয়াত হলেন ২৯ জুলাই।

ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকায় ভ্যান গগ যে পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছিলেন, বিক্রি হয়। শিরোনাম ছিল ‘ শিল্প ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অস্ত্র’।

১৮৯০ সালের ২৭ জুলাই আত্মহত্যার পর এই পিস্তলটি ১৯৬০ সালে একটি ক্ষেতে পাওয়া যায়। পরে ২০১৯ সালে ফ্রান্সের প্যারিসের একটি নিলামকেন্দ্রে এটি বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। ‘শিল্প ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অস্ত্র’ শিরোনামের এই পিস্তলটি ১৯ জুন বিক্রি হয়। নিলামে দাম ওঠে ১৪৫০০০ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here