শুধু রাষ্ট্রপুঞ্জের পুরস্কার নয় মমতা’র অন্তত ৫ প্রকল্প নােবেলের যােগ্য

0

Last Updated on January 27, 2021 11:37 PM by Khabar365Din

পূষন গুপ্ত

১.

মমতার সরকার কোয়ালিটি অর্থে গ্র্যান্ড অনুষ্ঠান এই প্রথম করলেন এমন নয়। বিশ্ববঙ্গ সম্মেলন এদেশে এবং বিদেশের বাণিজ্য সম্মেলন, বারবার অমিতাভ বচ্চনের উপস্থিতিসহ আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান, ইডেনে শাহরুখ খানের কেকেআর’এর বিজয়ােৎসবসহ অন্তত ১০টি অনুষ্ঠানের তালিকা দিতে পারি, যা ভারতের কোনও রাজ্যে, কোনও সরকার এই সময়ে করে উঠতে পারেনি।‘নমস্তে ট্রাম্প’অনুষ্ঠান মাথায় রেখেই বলছি। কিন্তু আজ নবান্ন সভাঘরে রাজ্য সরকার আয়ােজিত এমন একটি অনুষ্ঠানে হাজির হলাম, যেখানে রাজ্য সরকারের দুটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্পের রিপাের্ট কার্ড প্রকাশের সময়ে মুখ্যমন্ত্রী বসেন একটি কুঁড়েঘরে। বার্তা স্পষ্ট, মা মাটি মানুষের সরকার বিকেন্দ্রীকরণের কথা শুধু বলে না, ২০১১ থেকে প্রমাণও করেছে। অভিনবত্বের অন্যদিক, সরকারি প্রকল্পের সাফল্য ঘােষণার সময় সশরীরে অথবা ভার্চুয়ালি হাজির বিশ্বব্যাঙ্ক, রাষ্ট্রপুঞ্জসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা। মুখ্যমন্ত্রীর ভাবনায় সরকারি প্রকল্প বিশ্বের দরবারে তুলে ধরার এই অভিনব উদ্যোগের সুচারু পরিচালনার জন্য মুখ্যসচিবসহ সচিবালয়ের পেশাদারিত্বে আমি অভিভূত।

২.

এই শাে’এর মূল বটমলাইন যা, সে বিষয়ে আমি শুধু সম্পূর্ণ একমত তাই নয়, ২০১২ থেকে একনাগাড়ে প্রচারও করে চলেছি। মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছেন, সেটা শুধু কথার কথা বা রাজনীতি নয়, নিন্দুকের মুখে ছাই দিয়ে প্রমাণ করেছেন। ভূভারতে কোন রাজ্য সরকার বিগত দুই টার্মে কমপক্ষে ৫০০ প্রশাসনিক বৈঠক করেছেন জেলায়, গােটা সচিবালয়কে বাসে চড়িয়ে নিয়ে গিয়ে, সরাসরি জেলা প্রশাসনের মুখােমুখি বসিয়ে? এটা কি আন্তর্জাতিক স্তরে বিকেন্দ্রীকরণের মমতা মডেল নয়? সিঙ্গুরের জমি আন্দোলনের ফলে যে জমিনীতি মমতা তৈরি করেছেন, সেই মডেল ইতিমধ্যেই লন্ডনের থিঙ্কট্যাঙ্ক স্ট্যান্ডিং ওভেশন দেয় তা আমার চোখে দেখা। কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্য সাথীএই ধরণের একটি প্রকল্পও কোন উন্নয়নশীল দেশ গত এক দশকে করেছে, আমায় কোনও বিশেষজ্ঞ বলতে পারেন কি? সম্পূর্ণ বিনামূল্যে একটি হেলথ ইনশিওরেন্স ধনবাদী দেশ ছাড়া একজনও করতে পেরেছেন কি? সমস্যা সমাধানের জন্য সরকার সরাসরি শহরের অলিগলিতে বা গ্রামাঞ্চলে গিয়ে ক্যাম্প করছে, এমন দৃষ্টান্ত কমিউনিস্ট ভিয়েতনাম বা উত্তর কোরিয়া দেখাতে পারবে কি?

৩.

শুধু কুৎসা, শুধু মিথ্যা প্রচার অথবা নির্বাক থাকা এটাই দেখে এলাম। না অশিক্ষিত, তথ্যহীন নয়, যারা করছে, তারা আমার মতােই শিক্ষিত সমাজ। যতক্ষণ এই প্রকল্পের লাইভ চলতে থাকে, ততক্ষণ চারপাশের টিভি চ্যানেলরা আনন্দে ব্যস্ত থাকে কোনও ব্যভিচারী নেতার রাতের অভিসার নিয়ে। শুধু কি রাজনীতি?না,না, আভিজাত্যের ঈর্ষাও কাজ করছে বইকি। একজন প্রলেতারিয়েত নেত্রী এই মেকি, বুর্জোয়া, শখের বিপ্লবী, আর আভিজাত্যের অহংকারে মত্ত সমাজের মুখে চপেটাঘাত করে সীমাবদ্ধ সরকারি পরিকাঠামােতেও গরিব আর সাধারণ মানুষের পরিষেবার মডেল তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাবেন, এটা মেনে নিতে হিংসে, হিংসে হয়। আর হিংসে কমানাের তাে কোনও

ওষুধ নেই।

৪.

এই সম্পূর্ণ উদাসীন প্রচারহীনতা, অপপ্রচারের মধ্যেও রাষ্ট্রপুঞ্জের পুরস্কার আসে, ব্রিটিশ থিঙ্কট্যাঙ্কের স্বীকৃতি আসে, কিন্তু আমি তাতে একটুও সন্তুষ্ট নই। দায়িত্ব নিয়ে বলছি, ওঁর অন্তত ৫ প্রকল্প বিশ্বের অর্থনীতিতে একদিন না একদিন মমতা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবেই। বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে থাকবে। পিএইচডি এর গবেষণাপত্র হিসেবে গৃহীত হবে। আমায় ব্যঙ্গ করতে পারেন, মুন্ডুপাতও করতে পারেন, যেমন করছেন দীর্ঘদিন ধরে-তাতে আমার কাচকলা। মমতা ওই ৫ প্রকল্পের যে কোনও একটির জন্য নােবেল পুরস্কার পাওয়ার যােগ্য।

৫.

ভাষাজ্ঞান যাদের আছে তাদের অনুরােধ, অন্তত একবার লেখাটি মন দিয়ে পড়বেন। এটি চাটুকারিতা নয়, নীরস, নির্মম সত্য ও অ্যাকাডেমিক থিওরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here