কেবিসির ১২ সেটে করোনা আক্রান্ত ২ জন

0

Last Updated on September 4, 2020 12:41 AM by Khabar365Din

৩৬৫দিন। সদ্য করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন অমিতাভ বচ্চন। বাড়ি ফেরার ১৫ দিনের মাথায় কেবিসি ১২ এর শুটিং শুরু করেছিলেন। এরইমধ্যে করোনা আক্রান্ত হলেন কন বানেগা ক্রোড়পতি সেটের দুজন সদস্য। তড়িঘড়ি এই শোয়ের শুটিং বন্ধ করে দেওয়া হয়। এই শোয়ের নির্মাতাদের তরফে জানানো হয়েছে বিগবি এবং বাকি সদস্যদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতি ১৫ দিন অন্তর করোনা পরীক্ষা করানো হচ্ছে সদস্যদের সেই পরীক্ষা মারফত জানা গিয়েছে এই সেটের দুজন ক্রিউ মেম্বার করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও আগেই স্থগিত রাখা হয়েছিল পর্ব ছোটি সর্দারনী অভিনেত্রী কৃষ্ণা শনির করোনা পরীক্ষার ফল পজেটিভ আসার পর। কিন্তু এত সুরক্ষা মেনেও কীভাবে করোনা আক্রান্ত হলেন ওই দুই ব্যক্তি? চলছে অভ্যন্তরীণ তদন্ত। তবে সবচেয়ে চিন্তার বিষয় অমিতাভ বচ্চনকে নিয়ে। কারণ কিছুদিন আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন অমিতাভ। তার জন্যই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল এই রিয়্যালিটি শোয়ের সেটে। পিপিই পরে উপযুক্ত স্যানিটাইজ করে প্রত্যেক এপিসোড শ্যুট করা হচ্ছে। তারপরেও দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চিন্তিত গোটা কেবিসি ইউনিট। অন্যদিকে বিগ বি দ্বিতীয়বার করোনা আক্রান্তের ভয় প্রায় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন তিনি। বিগ-বির পরামর্শ মেনেই শুটিং বন্ধ করেছেন কেবিসি নির্মাতারা। আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন সেটের প্রতিটি সদস্য। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে শুটিং আবার কবে থেকে শুরু করা হবে। সম্প্রতি মুক্তি পেয়েছিল কেবিসি ১২ এর প্রমো। কথা ছিল ৫ তারিখ থেকে শুরু হবে এই শোটি। কিন্তু তা আদৌ হবে কিনা তার সিদ্ধান্ত নেবেন চ্যানেল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here