কৌন বনেগা ক্রোড়পতি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ অমিতাভের

0

Last Updated on September 4, 2020 6:02 PM by Khabar365Din

৩৬৫ দিন। ইয়ো হো! আচমকাই যেন বিগ বি ফিরে গিয়েছেন ১৯৬৯ সালে। ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতা নন, যেন বলিউডের নিউ কামার। আসলে কাজের মধ্যে থাকতে বরাবরই পছন্দ করেন অমিতাভ। মহামারীর কারণে বহুদিন জলসার অন্দরে থেকেছেন, তারপর নানাবতি। এতদিন বন্দী থাকার পর, বর্তমানে কেবিসির জন্য দিনে অন্তত ৫ ঘণ্টা শ্যুট করছেন। ৪টে ক্যাম্পেইন ফিল্ম করেছেন। বারবার পোশাক বদলাতে হচ্ছে। আর এতে একটুও ক্লান্ত নন, বরং তিন গুন উদ্যম নিয়ে কাজ করছেন। শনিবার শো শুরু হতে চলেছে। আর এ নিয়ে ভীষন খুশি সিনিয়র বচ্চন। শুক্রবার ট্যুই টারে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ইয়ো হো! কাজের ঘানি টানব এবার। ৪টি ক্যাম্পেইন ফিল্ম, ৫ বার পোশাক বদলানো, দিনে ৫ ঘণ্টা শ্যুটিং। আমি ছাড়া সকলেই যেন অপেক্ষা করছেন মহা লুটের জন্য। এবং আগামীকাল থেকেই কেবিসিতে অন! অন এয়ার থাকার মধ্যেই তাঁর আনন্দ। বদ্ধ জীবন যে তাঁর পছন্দ নয়, কাজের মধ্যে না থাকলে যে তিনি প্রবল অস্বস্তির মধ্যে থাকেন, সে কথা বছর দুয়েক আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন জুনিয়র বচ্চন। এদিন তা প্রমাণিত আরেকবার। টিনসেল টাউন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই সেটে বাকিদের উদ্বুদ্ধ করছেন অমিতাভ। যাতে সকলে সাবধানে থাকেন, সেদিকেও নজর রাখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here