রিয়া’র গ্রেফতারি প্রসঙ্গে অধীরের তীব্র ক্ষোভ ভােটের জন্য বিজেপি সুশান্তকে বিহারের হিরাে বানাচ্ছে

0

Last Updated on September 10, 2020 11:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের নামে রিয়া চক্রবর্তীকে ফাঁসিয়ে বিহারের বিধানসভা নির্বাচনে জিততে ন্যক্কারজনক রাজনীতি শুরু করেছে বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সরাসরি এই অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, প্রয়াত সুশান্ত সিং রাজপুত ভারতীয় অভিনেতা ছিলেন। বিজেপি তাকে স্রেফ ভোটের স্বার্থের জন্য বিহারী অভিনেতা বানিয়ে দিয়েছে। রিয়া চক্রবর্তীকে আত্মহত্যায় প্ররোচনা, খুন অথবা আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হলো না, তাকে নারকটিক্স গ্রেফতার করল, হাস্যকর। রিয়াকে যখন ফাঁসাতে পারছে না, কিন্তু না ফাঁসাতে পারলে বিহারের ভোট হবে না, বিজেপির ভোট হবে না, তখন যদি ড্রাগে না হয় তাহলে পকেটমারিতে ফাঁসানো হবে। যে কায়দায় সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ফাঁসানো হয়েছে তার বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, রাজনৈতিক প্রভুদের খুশি করতে কেন্দ্রীয় এজেন্সি তাদের কাজ করছে। সমুদ্র মন্থন করে তারা অমৃতের বদলে মাদক খুঁজে বের করছে। অথচ এখনও তারা হত্যাকারী কে সেই সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে।রিয়ার বাবা প্রাক্তন সেনা আধিকারিক, তিনি দেশের হয়ে কাজ করেছেন। রিয়া বাঙালি ব্রাহ্মণ, সুশান্তের প্রতি সুবিচার যেন বিহারীদের প্রতি সুবিচার হিসেবে না দেখানো হয়। মিডিয়া ট্রায়ালের নামে যেভাবে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একজোটে সকলে সোচ্চার হয়েছে তার বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রিয়ার বাবাও তার সন্তানদের জন্য সুবিচারের দাবি তুলেছেন। বিচার ব্যবস্থার অন্যতম হলো মিডিয়া ট্রায়াল। প্রত্যেকের সুবিচার পাওয়া, আমাদের সাংবিধানিক অধিকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here