স্বীকারােক্তি কঙ্গনার আমি ড্রাগ নিতাম

0

Last Updated on September 10, 2020 11:38 PM by Khabar365Din

কঙ্গনার বাড়াবাড়ির বিরুদ্ধে মুম্বইবাসীদের ক্ষোভ আরও একবার প্রকাশ্যে। সােশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কঙ্গনারই একটি ভিডিও, সেখানে অভিনেত্রী নিজের মুখে ই স্বীকার করে নিচ্ছেন দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন তিনি। ভিডিওটি মুম্বই পুলিশকে ট্যাগ করে অনেকেই অভিযােগ করেছেন, যদি রিয়াকে গ্রেফতার করা হয়, তাহলে একই | দোষে কঙ্গনাকেও গ্রেফতার করা উচিৎ। ভিডিওটি তােলা হয়েছে চলতি বছরের নবরাত্রির সময়। সেখানে কঙ্গনার স্বীকারােক্তি, আমি ১৪-১৫ বছর বয়সে নায়িকা হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিলাম। তখন অনেক টানাপােড়েন গিয়েছে, খারাপ সঙ্গে মিশে গিয়েছিলাম। সিনেমার জগতে পা রাখার সঙ্গে সঙ্গে মাদকের সঙ্গে পরিচয় হয়। প্রায় দেড়-দুবছরের মতাে মাদকাসক্ত ছিলাম। | এর আগেই অভিনেতা অধ্যয়ন সুমন কঙ্গনার বিরুদ্ধে নিয়মিত মাদক নেওয়ার অভিযােগ করেন। এবার সরাসরি কঙ্গনারই স্বীকারােক্তি ভিডিও পুলিশকে ট্যাগ করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here