Last Updated on September 4, 2020 12:34 AM by Khabar365Din
৩৬৫ দিন। অমিতাভ-শাহরুখকে ফের জুটি বাঁধতে চলেছেন বদলা ২ ছবিতে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এহেন পরিস্থিতিতে আচমকাই ওই ছবির প্রযোজনা সংস্থা রেড চিলি ফিল্মসের পক্ষ থেকে অ্যাডভোকেট বাদল গুপ্তর এক বায়ো শেয়ার করা হয়েছে। আর এতেই ভক্তরা নিশ্চিত খুব শীঘ্রই অমিতাভ তাপসী অভিনীত থ্রিলার ছবির সিক্যুয়েল আসতে চলেছে বিগ স্ক্রিনে। টিনসেল টাউন সূত্রে জানা গিয়েছে, এবার আর ক্যামেরার পিছনে নয়, বরং শাহরুখ এই ছবিতে থাকতে চলেছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০১৮ সালে বদলা ছবি রিলিজের আগেও ওই ছবিতে পরিচালক সুজয় ঘোষ শাহরুখকে চেয়েছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন। তবে সে সময় এসআরকের ডেট নিয়ে সমস্যা হওয়ায় তাপসী পান্নু এবং অমিতাভকে নিয়েই গ্লাসগোতে ছবির কাজ শুরু করেছিলেন তিনি। শাহরুখ অবশ্য ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন নিজের উদ্যোগে। এক সাক্ষাৎকারে সুজয় বলেছিলেন, অনেকদিন ধরেই চাইছিলাম দুজনকে এক ফ্রেমে আনতে। একটু অন্যভাবে হলেও, একসঙ্গে তো কাজ করবেন শাহরুখ-অমিতাভ। এটাই ভীষন আনন্দের। তবে এবার পরিচালকের দায়িত্ব দ্বিগুণ। তিনি নাকি প্রথম থেকেই একেবারে নাছোড়বান্দা ছিলেন। আর সেই কারণেই তাঁর কথা ফেলতে পারেননি শাহরুখ। যদিও এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে গৌরী নাকি প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। শাহরুখ নিজেকে প্রস্তুত করছেন চরিত্রের ছাঁচে। ২০০৬ সালে শেষবার কভি আলভিদা না কেহনা ছবিতে বিগ বি আর কিং খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। মহব্বতে, ভির জারা এবং কভি খুশি কভি গমও ডুও-এর অন্যতম সুপারহিট। বদলা ২-তে ১৪ বছর পর আবার গাঁটছড়া বাঁধবেন একসময়ের স্ক্রিন কাঁপানো জুটি। আর এতেই উচ্ছ্বসিত ভক্তরা। এমনকি ছবির অপেক্ষায় নাকি জয়া বচ্চনও, জানিয়েছেন বচ্চন পরিবার ঘনিষ্ঠরা।