Last Updated on January 21, 2023 8:51 PM by Khabar365Din
৩৬৫দিন। মুক্তির বাকি এখনও পাঁচ দিন, এরই মধ্যে পাঠান ট্রেন্ডিং। শুরুতে এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হলেও বর্তমানে হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট। শাহরুখ খানের কামব্যাক ছবি বলে কথা। মাল্টিপ্লেক্স গুলিতে এখনও পর্যন্ত, ১ লক্ষ ১৭ হাজারটি টিকিট বিক্রি হয়েছে । পিভিআর বিক্রি করেছে ৫১ হাজারটি টিকিট, আইনক্স বিক্রি করেছে ৩৮ হাজার ৫০০টি টিকিট ও সিনেপলিস বিক্রি করেছে ২৭ হাজার ৫০০টি টিকিট।
এছাড়াও রয়েছে সিঙ্গেল স্ক্রীন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি পাঠান। প্রথম দিনে কত কোটি আয় করতে পারে এই ছবিসে বিষয়ে বিশেষজ্ঞদের হিসেব বলছে ছবিটি প্রথম দিনে আয় করতে পারে ৩৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে তা ছুঁতে পারে ৫০ কোটি। কারন দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ জানুয়ারি ছুটির দিন। যদিও ছবি মুক্তির আগে কার্যত কোনও বাক্য ব্যয় করছেন না এসআরকে। এমনকি ক্যামেরার সামনেও আসছেন না তিনি।
শাহরুখ ঘনিষ্ঠদের একাংশের অভিমত, সাম্প্রতিক কালে ‘পাঠান’ নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কের কারণেই নিজেকে আপাতত আড়ালে রাখছেন অভিনেতা। ছবি হিট হলে তবেই সামনে আসবেন তিনি । অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন বার বার উঠেছে শুক্রবারের পরিবর্তে বুধবার কেন মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি পাঠান? সাধারণত শুক্রবারেই নতুন ছবি মুক্তি পায়।
তবে কেন এ ক্ষেত্রে ব্যতিক্রম? কেন বুধবারের পরিবর্তে শুক্রবার ছবি মুক্তির দিন হিসেবে বেছে নিলেন এসআরকে? প্রকাশ্যে কারণ। ২৩ ও ২৬ জানুয়ারী সরকারি ছুটি। ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস। পাঠান আবার দেশভক্তি নিয়ে। সেই কারণে যেমন ছবিটিকে ২৫ তারিখ মুক্তির পরিকল্পনা করা হয়েছে, নেপথ্যে রয়েছে আরও এক কারণ।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে তা নাকি পুরোপুরি জ্যোতিষশাস্ত্র নির্ভর। জ্যোতির্বিদ রামশঙ্কর উপাধ্যায় এক সাক্ষাৎকরে জানান , জ্যোতিষ শাস্ত্রে বুধ গ্রহ কলা ও সংস্কৃতির আধার। সেই কারণেই বুধবার বেছে নিয়েছে টিম। যদিও টিম পাঠান এর এই স্ট্র্যাটেজি আদপে কাজে লাগবে কিনা তা জানা যাবে আগামী ২৫ তারিখই।