Last Updated on June 11, 2022 10:27 PM by Khabar365Din
৩৬৫দিন। লাল সিং চাড্ডার পর স্পেনিশ ছবির রিমেকে অভিনয় করতে চলেছে আমির খান। ছবিটির পরিচালনা করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। সিদ্ধার্থ পি মালহোত্রা বর্তমানে যশ রাজ প্রযোজনা সংস্থার ছবি মহারাজা পরিচালনা করছেন।
সেই ছবিতে অভিনয় করছেন আমিরের ছেলে। এই ছবির শুটিং চলাকালীনই তিনি আমিরের সঙ্গে বেশ কয়েকটি গল্প নিয়ে আলোচনা করার জন্য একাধিক বৈঠক করেন। আমির সেই গল্প গুলির মধ্যে থেকে এই গল্পটিকে বেছে নেন এবং সিদ্ধার্থকে তার তার টিমের সঙ্গে আলোচনা করে এটির চিত্রনাট্য তৈরি করতে বলেন।
যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তবে ছবিটি আগামী বছরের শেষের দিকে শুটিং শুরু হবে এই ছবি । স্প্যানিশ কমেডি ছবি ক্যাম্পেনেস অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। তবে সূত্র মারফত জানা গিয়েছে লাল সিং চাড্ডার মুক্তির পর যদি ছবি বক্সঅফিসে সাফল্য পায় তবে তিনি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন নয়তো পরে কোনও দিন দেখে করবেন।