Last Updated on April 18, 2023 1:13 PM by Khabar365Din
৩৬৫দিন। মঙ্গলবার সকাল সকাল গুড নিউজ দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের খবর জানান অভিনেত্রী। প্রথমটিতে রয়েছে সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘ মামা’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা। আর তারপর থেকেই শুরু হয় তাকে নিয়ে ট্রোল। তার রিলেশনশিপ নিয়ে কোনদিন কিছু শোনা যায়নি বলিউড মহল থেকে। রিলেশনশিপ স্ট্যাটাস তার সিঙ্গেল। তা সত্ত্বেও মা কি করে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফের অবিবাহিত অভিনেত্রী মা হওয়ার সংবাদে ঝড় উঠেছে নেট মহলে।

অন্যদিকে, ছবির ক্যাপশনে হবু মা লিখেছেন, সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’। ইলিয়ানার ছবিতে মন্তব্য করেছেন তাঁর মা, সামিরা ডিক্রুজ। লিখেছেন, আমার নাতি/নাতনির মুখ দেখতে আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে এস। তারপর থেকেই প্রশ্নের বান আসতে থাকে তার কমেন্ট বক্সে। প্রশ্ন করেছেন, ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ আবার লিখেছেন, ‘তুমি বিয়ে কবে করলে?’ যদিও ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

বিটাউনের অন্দরমহলের খবর, ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, গত কয়েক মাস ধরে এমনটাই জল্পনা চলছে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। যা তাঁদের প্রেমের জল্পনাকে উস্কে দেয়। ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ‘ভিক্যাট’-এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা। কফি উইথ করণের মঞ্চে দু’জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছেন করণ জোহরও। তাহলে কি লরেন্ট মিশেলই তার বাবা? এ প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারেন অভিনেত্রী নিজেই।