Ajay Devgn: জুনে মুক্তি পেতে চলেছে ময়দান

0

Last Updated on April 3, 2023 7:33 PM by Khabar365Din

৩৬৫দিন। বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করে আসছেন। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই অভিনেতার সিনেমা ‘ভোলা’। নতুন সিনেমা মুক্তির দিনই অজয় দেবগণ তাঁর আরেকটি সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ করেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ময়দান’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৩ জুন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে অজয় দেবগণ লিখেছেন, ‘একটি মানুষ, একটি বিশ্বাস ও একটি আত্মার সত্য কাহিনি অবলম্বনে নির্মিত “ময়দান”-এ নামবে পুরো ভারত।’

অমিত শর্মা পরিচালিত এ সিনেমাটি অজয় দেবগণ ছাড়া অভিনয়ে আরও আছেন প্রিয়ামনি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ প্রমুখ। সিনেমাটিতে সংগীতায়োজন করেছেন এ আর রাহমান। ভারতীয় সাবেক ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনীর ওপর নির্মিত হচ্ছে সিনেমাটি। অজয় দেবগণকে এ সিনেমায় এই ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে। খেলোয়াড় কিংবা কোচদের জীবনী নিয়ে এর আগেও বলিউডে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে শাহরুখ খানের ‘চাকদে ইন্ডিয়া’, প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’, সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আন্টোল্ড স্টোরি’, রণবীর সিং-এর ‘৮৩’ ইত্যাদি।