৩ মিনিটে সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অক্ষয়

0

Last Updated on February 23, 2023 6:41 PM by Khabar365Din

৩৬৫দিন। মাত্র ৩ মিনিটে সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার মানেই হিটের ফর্মুলা, কিন্তু একটি আগে তাকালেই দেখা যাবে শেষের দুটো ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে, পুরোনো জায়গায় ফিরে যেতে বদ্ধপরিকর অভিনেতা। এবার মাত্র ৩ মিনিটে ‘সেলফি’ তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফির তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় করেছেন বলিউডের আক্কি। অভিনেতার এই জয়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক আইকন অক্ষয় কুমার।

যিনি মার্শাল আটে পারদর্শী এবং ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট রয়েছে। সর্বদাই শিরোনামে থাকেন অভিনেতা। এবার ‘সেলফি’ ঝড় তুলতে আসছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের আপকামিং ছবি ‘সেলফি’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। কারণ শেষ দুটো ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে,পুরোনো জায়গায় ফিরে যেতে বদ্ধপরিকর অভিনেতা। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গ ইমরান হাসমিকে দেখা যাবে। ছবির প্রচার প্রচন্ড ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। এর মধ্যেই বুধবার মুম্বইতে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় তিন মিনিটে তোলা সর্বাধিক সেলফির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবির প্রচারের জন্য মুম্বইয়ের কলেজে হাজির হয়েও সেলফি ঝড় তুলেছেন অক্ষয় কুমার।

এই ছবি দিয়ে নিজের জায়গা ফিরে পেতে চাইছেন। কারণ লাস্ট কোনও ছবিই হিটের মুখ দেখেনি অক্ষয়ের। নিজের প্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন ইমরান হাসমি। এছাড়াও ছবিতে নুসরত ভরুচা ও ডায়না পেন্টিকে দেখা যাবে। একটি গানে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন ম্রুণাল ঠাকুর। ছবি ট্রেলার এবং ধামাকাদার প্রোমোশনে দর্শকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here