স্যভির ডিজাইনের থিম আইভরি, আনকাট ডায়মন্ড ও দুধ সাদা মুক্তো

0

Last Updated on April 14, 2022 11:52 PM by Khabar365Din

মুম্বই থেকে রিপোর্ট সদাশিব রানা

৩৬৫দিন। বিরাট-অনুষ্কা, দিপীকা-রণবীর, ক্যাটরিনা- ভিকির পর সব্যসাচীর নতুন নবদম্পতি আলিয়া-রণবীর। কাপুর যুগলকে শুভেচ্ছা জানিয়ে এদিন সোস্যাল মিডিয়ায় সব্যসাচী গ্রুপের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছে বিয়েতে কী পোশাক ও গয়না পরেছিলেন আলিয়া (Alia Bhatt) ও রণবীর (Ranbir Kapoor)। তারা জানিয়েছে, তাঁদের বিয়ের থিম ছিল আইভরি। সেজন্য স্রেফ সাদা রঙের পোশাক ও গয়নায় সাজিয়ে তোলাটা ছিল তাদের কাছে চ্যালেঞ্জ। আলিয়া বিয়েতে পরেছিলেন হাতে ডাই করা আইভরি রঙের অর্গেনজা শাড়ি। তাতে টিল্লা সুতোর কাজ করা ছিল। শাড়ির সঙ্গে মানানসই টিস্যুর ভেইল। কনের পছন্দ মতো ভারতীয় পুরোনো ঐহিত্যশালী গয়না দিয়ে সব্যসাচী সাজিয়েছেন আলিয়াকে। কুন্দন গয়নায় ব্যবহৃত হয়েছে আনকাট ডায়মন্ড ও হাতে গাঁথা দুধসাদা মুক্তো। সাদা রঙের মনোটনি কাটানোর জন্য গয়নায় ব্যবহার করা হয়েছে গভীর সমুদ্র রঙা সুবজ পান্না। রণবীরের পোশে ছিল জরির হ্যান্ড ওয়ার্ক করা সিল্ক শেরওয়ানি। শেরওয়ানির বোতামে ছিল আনকাট ডায়মন্ড। সিল্ক ও অর্গেনজার ওড়না। শালেও ছিল জরির হাতে বোনা কারুকাজ। রণবীরের পাগড়িতে পরার কিলাঙ্গিতেও ছিল আনকাট ডায়মন্ড, পান্না ও মুক্তোর কাজ। রণবীরের কানে সাদা হিরের স্টাড ও গলায় ছিল হাতে গাঁথা চোট বড় মুক্তোর মালা।

রোমান আমল থেকেই স্কুপ আপ

১৯৪৬ সালের ১২ এপ্রিল স্ত্রী কৃষ্ণাকে কোলে তুলে পালি হিলস এর কাপুর বাংলোয় ৫০০ মিটার হেঁটে পৌঁছেছিলেন রাজ কাপুর। পেশোয়ারের ক্ষত্রি পাঞ্জাবি পরিবারের রীতি মেনেই শশী কাপুর থেকে শাম্মি, শশী, পরের প্রজন্মের ঋষি,রণধীর, এবং এই প্রজন্মের রণবীর একই ভাবে নববধূকে কোলে তুলে আসবেন। ইংরেজি ভাষায় এর নাম স্কুপ আপ। শুধু পাঞ্জাবি বা কাশ্মীরি হিন্দু নয় একই সঙ্গে বিশ্বের বহু দেশে এই প্রথা রয়েছে। গ্রিক ঐতিহাসিক স্টিমুলাসের গবেষণা অনুযায়ী প্রাচীন গ্রিসে আনুমানিক খ্রিস্টপূর্ব ১২০ নাগাদ এই স্কুপ আপের নিদর্শন দিয়ে গিয়েছেন হেরোডটাস।তার খোদাই করা ছবিও পাওয়া যায়। উচ্চবর্ণের পুরুষরা বিবাহ অনুষ্ঠান থেকে নববধূকে কোলে করে বাসর ঘরে আসতেন। একই প্রথা রয়েছে জিম্বাবুয়ের ট্রাইব তাসতেন দের মধ্যেও। তবে তারা কোলে নয়, কাঁধে করেই নববধূকে বাড়িতে আনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here