Amitabh Bachchan: অ্যাকশন দৃশ‍্যের শুটিঙে গুরুতর চোট অমিতাভের, বুকে ব‍্যান্ডেজ, পাঁজরে মারাত্মক আঘাত

0

Last Updated on March 6, 2023 12:16 PM by Khabar365Din

৩৬৫ দিন। অ্যাকশন দৃশ‍্য শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন। ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। সেখানেই একটি অ্যাকশন দৃশ‍্যে অভিনয়ের সময় মারাত্মক চোট পান তিনি। জখম অবস্থায় অমিতাভকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক‍্যান সহ একাধিক পরীক্ষা হয়। পরে চিকিৎসকরা জানান তাঁর বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। সব মিলিয়ে চোট বড় ধরনের এব‌ং পুরোপুরি সেরে উঠতে বেশ কিছু সময় লাগবে।

নিজের আহত হবার খবর জানিয়ে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। তবে প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।’ ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ছবির কাজ অমিতাভের আকষ্মিক চোট পাবার পর আপাতত বন্ধ রাখা হয়েছে। কবে ফের শুটিং শুরু হবে তা অমিতাভের শারীরিক অবস্থার ওপর অনেকটা নির্ভর করছে। দুর্ঘটনার সময় সেটে উপস্থিত অনেকে বলছেন, যে ভাবে বিগ বি চোট পেয়েছেন তাতে সবাই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন সেই সময়। অনেকে আবার এদিনের দুর্ঘটনার সঙ্গে ‘কুলি’র শুটিং চলাকালিন অমিতাভ যে ভাবে জখম হয়েছিলেন তার তুলনা টানছেন। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার বেশ কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here