Last Updated on October 30, 2020 10:37 PM by Khabar365Din


৩৬৫দিন। খুব শীঘ্রই আসছেশবর সিরিজের চতুর্থ ছবি। কোথাও কোনও অপরাধ হলেই আবার পৌঁছে যাবেন শবর দাশগুপ্ত গােয়েন্দা লালবাজার। এবার শবর দাশগুপ্ত আরও অনেক বেশি হার্ড। থার্ড ডিগ্রি এর মাধ্যমে সমস্ত খবর অপরাধীদের পেট থেকে টেনে বার করে আনেন। শবর সিরিজের এই চতুর্থ ছবিটি তৈরি হতে চলেছে শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের হারিয়ে যাওয়া অপ্রকাশিত উপন্যাস তিরন্দাজ অবলম্বনে। অরিন্দম শীল এর পরিচালনায় এই সিরিজের আগামী ছবির নাম তিরন্দাজ শবর। এবার শবর(২০১৫), ঈগলের চোখ(২০১৬) এবং আসছে আবার শবর(২০১৮) তিন তিনটে শবর সিরিজের ছবি এস ভি এফ এর প্রযােজনায় করার পরে এবার অরিন্দম শীল গাঁটছড়া বেঁধেছেন ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টের সঙ্গে। চতুর্থ শবরের প্রযােজক ক্যামেলিয়া গােষ্ঠী। মিতিন মাসি সুপারহিট হওয়ার পরে ক্যামেলিয়া থ্রিলার ছবি বানানাের ক্ষেত্রে আরিন্দমের ওপরেই আস্থা রেখেছেন। অরিন্দম জানলেন, মায়াকুমারী মুক্তি পাচ্ছে খ বুব তাড়াতাড়ি। এটিও থ্রিলার। এরই মধ্যে শীর্ষেন্দুবাবু আমায় ফোন করে তাঁর অপ্রকাশিত একশবর গল্পের কথা জানান। গল্পের স্ক্রিপ্ট উনি হারিয়েই ফেলেছিলেন। গল্পের টানটান বুনােট আর দুর্দান্ত থ্রিল আমায় আকৃষ্ট করে। তীরন্দাজ গল্পটা ক্যামেলিয়া প্রযােজনা করতে রাজি হয়। পরিচালক হিসেবে সব রকম স্বাধীনতা ওদের থেকে পেয়েছি। তাই আমি খুব খুশি। এবার এই শবর সিরিজের চতুর্থ ছবির মূল আকর্ষণ হল নাইজেল আকারা। ছবিতে নাইজেল আকারা চরিত্রটি হল একজন ট্যাক্সি ড্রাইভারের। তিনি মূলত একজন বস্তিবাসী। সূত্রের খবর অনুযায়ী যতদূর জানা গিয়েছে এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে নাইজেল কে। অরিন্দম শীল এর তৃবধানে ইতিমধ্যেই ওয়ার্কশপ করছেন নাইজেল। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় এবং শুভ্রজিৎ দত্ত এবারেও শবর এবং তাঁর সহকারীর ভূমিকায় থাকছেন। এ ছাড়াও থাকছেন, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুণ্ডু, অসীম রায়চৌধুরী। প্রত্যেক ছবিতেই পরিচালক অরিন্দম শীল তাঁর এই ছবির বিষয় এবং ভাবনার মাধ্যমে শহরে ঝড় তুলেছেন ছবির সুবিধার্থে বদলেছেন গল্পে প্রতিটি স্তর আধুনিক করে তুলেছেন চিত্রনাট্যকে। শবর সিরিজের প্রথম ছবি ছিল এবার শবর দ্বিতীয় ছবি ঈগলের চোখ এই দুই ছবির প্রযােজনা করেছিলেন এফ ভি এফ আর দুটো ছবি ছিল বক্সঅফিসে সুপারহিট। শবর সিরিজের তৃতীয় ছবিটি ছিল শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের গল্প প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম অবলম্বনে এবার আসছে শবর সিরিজের চতুর্থ ছবি তীরন্দাজ নামক অসংখ্য গল্প অবলম্বনে। গল্পটিতে অপরাধের সূত্রপাত হয় শহরের বড়লােক এবং বস্তিবাসীর ভেদাভেদ থেকে। এই অপরাধী কে খুঁজে বের করতে কলকাতা পুলিশের কপালের ঘাম পায়ে ফেলার মত অবস্থা হয়েছিল। শেষমেষ লালবাজারের গােয়েন্দা শবর দাশগুপ্ত অপরাধীকে খুঁজে গ্রেপ্তার করেন। কিন্তু সেই তদন্ত খুব একটা সহজ সাধ্য ছিল না। এই ছবিটি প্রযােজনায় এবার এস ভি এফ নয় থাকছে ক্যামেলিয়া প্রােডাকশন। ছবিটির সংগীত পরিচালনা করছেন বিক্রম ঘােষ, চিত্রনাট্য অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। পরিচালক সূত্রে খবর, ছবিতেশবরের চরিত্রে নতুন কিছু পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা। এই ছবিতে শবর দাশগুপ্ত যতটা হার্ড ততটাই নরম প্রকৃতির মানুষ হয়ে উঠেছেন। এবার কি তাহলে শবর দাশগুপ্ত এর জীবনী প্রেম আসবে? এ ব্যাপারে পরিচালক জানান সাহিত্যিক শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের চুক্তি মেনে শবরের চরিত্রকে আমায় চিরকুমার রাখতেই হবে। সাহিত্য অনুযায়ী গােয়েন্দা চরিত্র গুলি চিরকুমার। তাই শবরের জীবনে প্রেম আসবে কিনা সেটা জানতে হলে ছবিটি দেখতে হবে। ছবির শুটিং সম্পর্কে যতদূর জানা গিয়েছে কলকাতা সঙ্গে সঙ্গে ছবির শুটিং হবে আসানসােলের মাইথনে। আর শুটিং শুরু হবে ১৬ নভেম্বর থেকে।