Last Updated on April 21, 2023 8:48 PM by Khabar365Din
৩৬৫দিন। গরম হোক বা শীত, বৃষ্টি হোক বা বসন্ত, দিশাকে সবসময়ই পাওয়া যায় খোলামেলা পোশাকে। দিশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই দেখা যাবে শুধু সমুদ্রসৈকতে সুইমস্যুট পরা ছবির সম্ভার। তাঁকে ‘জলপরী’ তকমা দিয়েছেন নেটনাগরিকরা। কিন্তু সম্প্রতি নিজের ভাবমূর্তি বদলাতে সি বিচ ছেড়ে গঙ্গাপারে পৌঁছেছিলেন দিশা।

বারাণসীর ঐতিহ্যবাহী গঙ্গা আরতিতে অংশ নেন তিনি। কিন্তু সেখানেও তাঁর পোশাক দেখে অবাক সবাই। বেনারসের ঐতিহ্যবাহী দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির কথা সকলেই জানেন। নয়নাভিরাম দৃশ্য দেখতে বছরের পর বছর ধরে বেনারসের ঘাটে নামে দর্শনার্থীদের ঢল।

সাম্প্রতিক ভাইরাল একটি ভিডিওতে দিশাকেও দেখা যায় প্রদীপ হাতে নিয়ে আরতি করতে। কিন্তু তাঁর পরনের পোশাক ফের সৃষ্টি করেছে বিতর্ক। কালো প্যান্ট, কালো ক্রপ টপের উপরে একটি শাল জড়িয়ে আরতি করতে দেখা যায় দিশাকে। শুধু তাই নয়, এর আগে এক মন্দিরেও ক্রপ টপ পরে দর্শন করতে দেখা গিয়েছিল তাঁকে।

দিশার ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কেউ কেউ প্রশ্ন করেছেন, এটা কি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন তিনি? তো কারোর কটাক্ষ, একটা মুহূর্তের জন্যও কি শরীর ঢাকা পোশাক পরতে পারেন না দিশা? মন্দিরে যাওয়ার সময়ে বা আরতি করার সময়টুকু অন্তত ভদ্রস্থ পোশাক পরতে পারতেন তিনি।

প্রসঙ্গত, দিশাকে শেষবার দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে। বক্স অফিসে ডাহা ফ্লপ হয়েছিল ছবিটি। আগামীতে সিদ্ধার্থ মালহোত্রা এবং রাশি খান্নার সঙ্গে ‘যোধা’ ছবিতে অভিনয় করতে চলেছেন দিশা। পাশাপাশি দক্ষিণী ছবিতেও দেখা মিলবে তাঁর।