২০২২ এ “কাছের মানুষ” ছবিতে প্রসেনজিৎ – দেব
গল্প শুনেই রাজি হয়ে গেছিলেন প্রসেনজিৎ

0

Last Updated on October 7, 2021 12:03 AM by Khabar365Din

৩৬৫দিন। রেললাইনের উপর মুখোমুখি আছে  দেব ও প্রসেনজিৎ। দুজনকেই যেন ঘিরে রয়েছে গভীর ভাবনার কুয়াশা। উলটো দিক থেকে ছুটে আসছে ট্রেন, অথচ সেইদিকে ভ্রূক্ষেপ নেই কারুর। এরাই কাছের মানুষ। এই প্রথমবার বাংলা চলচ্চিত্রের দুই মহাতারকা একই ছবিতে মুখোমুখি। এই অসাধ্যসাধন করে দেখিয়েছেন দেব।  দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে। তরুণ পরিচালক পথিকৃৎ বসুর কাছের মানুষ ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির গল্প পড়ে দেব মনে করেছিলেন, প্রসেনজিৎ চট্টপাধ্যায় এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শ্রেষ্টতম অভিনেতা। তিনি অনুরোধ করেন প্রসেনজিৎকে। প্রসেনজিৎ নিজেও স্ক্রিপ্ট পড়ে দেখেন এবং সম্মতি দেন। মহালয়ার দিন সবচেয়ে বড়চমক বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটাই! দেবীপক্ষের সূচনায় প্রযোজক দেব ঘোষণা করলেন তাঁর নতুন ছবি- ‘কাছের মানুষ’।

আর সেই ছবিতে একই সঙ্গে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। এই প্রথমবার কোনও ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলি সুপারস্টার, তবে সেটা ছিল মাল্টিস্টারার ছবি, দেবের ককপিট ছবিতেও প্রসেনজিৎ কাজ করেছেন,কিন্তু সেটা ক্যামিও চরিত্র। কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই দেব-প্রসেনজিৎ।‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ এবং ‘কে তুমি নন্দিনী’র মতো ছবির তরুণ পরিচালক পথিকৃৎ এর কাছেও এটা বড় পাওনা। ছবিতে গোলন্দাজ ছবির নায়িকা ঈশা সাহাও রয়েছেন।জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকেই ‘কাছের মানুষ’-এর শ্যুটিং শুরু হবে। আগামী বছরপয়লা বৈশাখে এই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে দেবের।


আপাতত অভিনেতা ও প্রযোজক দেবের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। পুজোয় বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘গোলন্দাজ’, অন্যদিকে টেলিভিশনের পর্দায় (স্টার জলসা মুভিজ) মুক্তি পাবে প্রযোজক দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে দেব অভিনীত ‘টনিক’ ছবির। এই ছবির যৌথ প্রযোজকও দেব। আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে ‘কিশমিশ’। এর মাঝেই ‘খেলাঘর’ ছবির শ্যুটিংয়ের কাজেও হাত দেবেন দেব। প্রযোজক হিসেবেও এই মুহূর্তে সবথেকে ব্যস্ত তিনি। একদিকে নিজের শুটিং সামলে সাংসদের দায়িত্ব পালন করছেন, সব মিলিয়ে ইন্ডাস্ট্রির ব্যস্ততম সুপারস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here