Satish Kaushik: প্রয়াত পরিচালক এবং অভিনেতা সতীশ কৌশিক

0

Last Updated on March 9, 2023 12:33 PM by Khabar365Din

৩৬৫দিন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর সংবাদ দেন অভিনেতা অনুপম খের। দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক। গত ৭ মার্চ, জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাঁকে। খবর, তার পরেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার। বহু ছবির শুটিং পর্ব তার মধ্যে অন্যতম ছিল কঙ্গনা রানাওয়াত প্রযোজিত এবং অভিনীত ছবি এমার্জেন্সির। ইমার্জেন্সি’তে উপ- প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেন তিনি। টুইটে সে কথাও জানান কঙ্গনা।

একদিন আগে জাভেদ আখতারের হোলি পার্টিতে সতীশ কৌশিক

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তী কালে হম আপকে দিল মে রেহতে হ্যায়, মুঝে কুছ কেহনা হ্যায় এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সলমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তাঁর অভিনয় এখনও মনে আছে দর্শক ও সিনে-অনুরাগীদের। আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবির পাশাপাশি হালের বাগী ৩, ছত্রিওয়ালির মতো ছবিতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক। পর্দায় তাঁর কৌতুকাভিনয় ছিল অবিস্মরণীয়। ৬৬ বছর বয়সে থামলেন শিল্পী। থামল তাঁর হাসির রোল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here