
Last Updated on March 6, 2023 7:37 PM by Khabar365Din
৩৬৫দিন। কাশ্মীর পৃথিবীর স্বর্গ হিসাবেই পরিচিত। ভারতবর্ষের একটি গর্বের জায়গা কাশ্মীর। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সুন্দরস্থান এবং যেকোনও চলচ্চিত্রের শুটিংয়ের জন্যে আদর্শ স্থান কাশ্মীর। বলিউডের ৭০-৮০ দশকের বেশিরভাগ চলচ্চিত্রের শুটিং এখানেই হয়েছে। তৎকালীন যুগের একগুচ্ছ বলিউড ছবিতে দেখতে পাওয়া যেত কাশ্মীরের একাধিক সৌন্দর্য। রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, অমিতাভ বচ্চন, রেখা-সহ একাধিক বলিউডের এ লিস্টার তারকারা অভিনয় করেছেন কাশ্মীরের বিভিন্ন উপত্যকায়। এছাড়াও বাদ নেই শাহরুখ-আবীর-সলমন রাও। কিন্তু ভূ-রাজনৈতিক আবহাওয়ার কারণে তিন দশক কাশ্মীরে চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল। অবশেষে খুলল কাশ্মীরে শুটিংয়ের দরজা।

জম্মু ও কাশ্মীরের ফিল্মপলিসি এবং শ্রীনগরে লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা দ্বারা জানানো হয় চলচ্চিত্রের শুটিং আবারও করা যাবে কাশ্মীরে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, আমির খান, রাজকুমার হিরানি এবং মহাবীর জৈন। তাঁরা কাশ্মীরে চলচ্চিত্রের শুটিং করা সম্ভব করার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানান। নিজের আনন্দ প্রকাশ করে আমির এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে এত উজ্জ্বলতা ছিল। একসঙ্গে ৮-১০ টি ছবির শুটিং হয়েছে কাশ্মীরে। মুম্বই থেকে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আক্ষরিক অর্থেই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে শ্রীনগরে চলে যেত। এখান থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি। আমিরও কাশ্মীরি ছবি দেখার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন, আমরা কাশ্মীরি ফিল্ম দেখতে চাই। আমরা চাই জম্মু ও কাশ্মীর থেকে একটি সম্পূর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রি উত্থিত হোক। রাজকুমার হিরানিও কাশ্মীরে নির্বিঘ্নে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য গভর্নরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি না আমাদের এখানে লোকেশনের কোনো অভাব আছে। এই জায়গাটি কোনোভাবেই পৃথিবীর অন্য কোনো স্থানের চেয়ে কম নয়। আমি মনে করি এই রাজ্যে অন্য যেকোন জায়গার থেকে বেশি সৌন্দর্য রয়েছে।” ইতিমধ্যেই কাশ্মীরে রনবীর-আলিয়ার রকি অউর রানির কি কাহিনীর গানের শুটিং করা হয়েছে। এই কারণেই আলিয়া এবং রণবীর এই মুহূর্তে কাশ্মীরের গুলমার্গে রয়েছেন। সেখান থেকেই কয়েকটি শুটিং দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়েছে কাশ্মীরের স্থানীয় সংবাদ দ্বারা।